রায়গঞ্জ, 17 জুলাই : ফের নাশকতার হুমকি ৷ এবার নিশানায় রাজ্য সরকার ৷ আজ সকালে রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সামনে একটি বেনামি সিডি ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায় ৷ চিরকুটে লেখা, এই সিডি পাওয়ামাত্র লাইভ টেলিকাস্ট করতে হবে ৷ সমস্ত খবরের চ্যানেলগুলিতে যাতে এই সিডি দেখানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷
ভিডিয়োটি চালাতেই দেখা যায়, কাপড়ে মুখ ঢাকা, মাথায় টুপি পরা এক ব্যক্তি হুমকি দিচ্ছে রাজ্য সরকারকে ৷ তৌসিফ আলি নামে ওই ব্যক্তি নিজেকে জঙ্গি গোষ্ঠী হিজ়বুল মুজাহিদিনের বাংলা ডিভিশনের কমান্ডার বলে দাবি করে ৷ হিজ়বুল প্রধান হাফিজ় সৈইদের ছবিও টাঙানো রয়েছে পিছনের দেওয়ালে ৷ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
কী দাবি করা হচ্ছে হুমকি সিডিতে ?
ভিডিয়োটি আরও এগোতেই স্পষ্ট হয়, ওই ব্যক্তির দাবি ৷ রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের যে তালিকা রয়েছে, তাতে নাকি তৌসিফ নামে ওই 'জঙ্গি'-র ছ‘জন আত্মীয় রয়েছে ৷ সেই তালিকায় তার নিজের ভাইও রয়েছে বলে দাবি ৷ তৌসিফের বক্তব্য, তারা এখনও চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যার কথা ভাবছে, কিন্তু সে তা হতে দিতে চায় না ৷ তৌসিফের ওই ছ‘জন প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করা না হলে নিয়োগ তালিকার 13 হাজারেরও বেশি প্রার্থীকে মেরে ফেলার হুঙ্কার দিয়েছে সে ৷
এই 13 হাজারের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির 1 হাজার 475 জন, নবম-দশম শ্রেণির 4 হাজার 926 জন, উচ্চ প্রাথমিকের 5 হাজার 221 জন এবং প্রাথমিকের 2,120 জন চাকরি প্রার্থীর নাম রয়েছে ৷