রায়গঞ্জ, 8 মার্চ : 14 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার এবং আনুমানিক 50 লাখ টাকার দুটি তক্ষকসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃতের নাম নজরুল ইসলাম । তার বাড়ি কালিয়াগঞ্জ এলাকায় । প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পেরেছে, এই নিষিদ্ধ মাদক এবং তক্ষক বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল সে । গোপন সূত্রে খবর পেয়ে তাকে রায়গঞ্জ থানার বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । আগামীকাল তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে । তাকে পুলিশি হেপাজতে নিয়ে এই চক্রের অন্যদের গ্রেপ্তার করতে চাইছে পুলিশ ।
64 লাখ টাকার মাদক ও তক্ষকসহ গ্রেপ্তার ব্যক্তি - রায়গঞ্জ থানার খবর
রায়গঞ্জের বাজিতপুর এলাকায় 14 লাখ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ও ব্রাউন সুগার এবং আনুমানিক 50 লাখ টাকার দুটি তক্ষকসহ গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃতের নাম নজরুল ইসলাম । বাড়ি কালিয়াগঞ্জ এলাকায় । তাকে পুলিশি হেপাজতে নিয়ে এই চক্রের অন্যদের গ্রেপ্তার করতে চাইছে পুলিশ ।
বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের উপর অভিযানে নেমেছে পুলিশ । বেশ কিছু জায়গায় সাফল্য মিলেছে হাতেনাতে । এরই পরিপ্রেক্ষিতে গোপন সূত্রে গতকাল রাতে খবর আসে রায়গঞ্জ থানায় । জানা যায়, প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি অন্য কোন এক ব্যক্তিকে সেগুলি পাচারের উদ্দেশ্যে দিতে যাচ্ছে । খবর পেতেই অভিযানে নামে রায়গঞ্জ থানার পুলিশ । বাজিতপুর এলাকায় অভিযান শুরু করতেই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তারা । একটি মোটর বাইকে চেপে সমস্ত জিনিস নিয়ে সে কালিয়াগঞ্জের দিকে যাচ্ছিল । তাকে রাস্তায় আটকে দিয়ে তল্লাশি শুরু করতেই তার কাছে অত্যন্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । ২০০০টি ট্যাবলেট ছিল তার কাছে । এছাড়াও 108 গ্রাম ব্রাউন সুগার একটি ব্যাগের ভেতর বেশ কিছু সামগ্রী দিয়ে ঢাকা অবস্থায় রাখা ছিল । সেগুলো উদ্ধার করার পর অন্য একটি ব্যাগের দিকে চোখ যায় পুলিশের । সেটি খুলতেই দেখা যায়, তিনটি তক্ষক একটি বাক্সের মধ্যে রয়েছে । যদিও তার মধ্যে একটি মৃতপ্রায় অবস্থায় মেলে। এরপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই সে জানায়, কালিয়াগঞ্জে কোনও এক ব্যক্তিকে সেই নিষিদ্ধ মাদক এবং তক্ষক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল । জিনিসগুলো বাজেয়াপ্ত করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ । তদন্তকারীদের একাংশের ধারণা ডুয়ার্স অঞ্চলে এই পাচারকারীদের উপর লাগাতার অভিযান হওয়ার কারণেই আস্তে আস্তে বন্যপ্রাণী পাচারের করিডর হিসেবে উত্তর দিনাজপুর জেলাকে বেছে নিয়েছে তারা ।
এবিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘আমরা মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান করছি । সেই অভিযান করতে গিয়েই গতকাল গভীর রাতে আমরা এক ব্যক্তিকে প্রায় 64 লাখ টাকার নিষিদ্ধ মাদক এবং তক্ষকসহ গ্রেপ্তার করি । তার বাড়ি কালিয়াগঞ্জ। তাকে পুলিশি হেপাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে ।’’