রায়গঞ্জ, 20 সেপ্টেম্বর : লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকার ঘটনা । ধৃতের নাম নাজিমুদ্দিন (26) ।
হেমতাবাদে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 1 - Brown sugar recover in Raiganj
ধৃতের বাড়ি বাঙালবাড়ির বালুফারা এলাকায় । শনিবার রাতে লক্ষীডাঙা মোড় এলাকা থেকে 50 গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ ।
রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং বলেন, ধৃতের বাড়ি বাঙালবাড়ির বালুফারা এলাকায় । শনিবার রাতে লক্ষীডাঙা মোড় এলাকা থেকে 50 গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার মাপার যন্ত্র, মোবাইল ফোন এবং নম্বরবিহীন মোটরবাইক ।
তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা । ওই ব্যক্তি এলাকায় ব্রাউন সুগার বিক্রির সঙ্গে জড়িত রয়েছে । মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তি ব্রাউন সুগার কিনে এই সমস্ত এলাকায় বিক্রি করত বলে জানা গেছে । এই চক্রের সঙ্গে কে কে জড়িত আছে তার খোঁজ শুরু হয়েছে । ”