রায়গঞ্জ, 13 ডিসেম্বর: বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মদ খাইয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগছ এলাকার একটি হোটেলে । মৃত ব্যক্তির নাম বিনয় সরকার (35)৷ বাড়ি চোপড়া থানার সুভাষচক এলাকায় । নিজের গাড়ি চালিয়ে ছিল তাঁর উপার্জন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার সুভাষচক এলাকার বাসিন্দা বিনয় সরকার । গতকাল সকালে গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বন্ধুরা । দুপুরের পর থেকে বিনয়ের পরিবার আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি । এরপরই তাঁকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা ৷ গভীর রাতে অপরিচিত এক ব্যক্তি বিনয়ের বাড়িতে এসে খবর দেন, বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । এই খবর শোনামাত্রই বিনয়ের পরিবারের সদস্যরা ওই হোটেলে ছুটে যান । বাড়ির লোক হোটেলে গিয়ে দেখেন, হোটেলের ঘরে বিনয় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন । তড়িঘড়ি বিনয়কে প্রথমে দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন ৷ এর পরে পরিবারের সদস্যরা বিনয়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, বিনয়ের মৃত্যু তিন থেকে চার ঘণ্টা আগে হয়েছে ।
এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ । বর্তমানে বিনয়ের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে । বিনয়ের পরিবারের সদস্যরা চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁদের অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ ওই হোটেলটি সিল করার পাশাপাশি হোটেল মালিককে গ্রেফতার করে । যাঁরা বিনয়কে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।