রায়গঞ্জ , 2 নভেম্বর : হেমতাবাদে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে ৷ একজন মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ৷ অভিযুক্তের নাম রবি হাজদা ৷ আজ সকালে হেমতাবাদের মিনাপাড়া বাজার এলাকা থেকে রবি হাজদাকে গ্রেপ্তার করে পুলিশ ৷
গতরাতে হেমতাবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ৷ দ্রুত পদক্ষেপ করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর , হেমতাবাদের ভাতুরা এলাকার একজন মহিলা (40) হেমতাবাদ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর অভিযোগ, গত সন্ধ্যায় সমাসপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে অপহরণ করে ৷ স্থানীয় একটি পুকুর পাড়ে অন্ধকারে নিয়ে গিয়ে সে মহিলাকে ধর্ষণ করে । ঘটনাটি প্রকাশ্যে আনলে তাঁকে খুনের হুমকিও দেয় অভিযুক্ত ।