রায়গঞ্জ, 7 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ চলতি মাসের 19 তারিখ সেই ভোটগ্রহণ পর্ব শেষ হলেই রাজ্যের অন্যান্য পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন করা হবে ৷ মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says Municipal Election will held as soon as possible) ৷
এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর (Administration Meeting of Mamata Banerjee) ৷ সেই সভার মঞ্চ থেকে ওই জেলার পৌর প্রশাসকদের ভাল করে কাজ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরই বলেন, ‘‘আপনাদের নির্বাচন তাড়াতাড়ি হবে ৷ আগামী দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট হয়ে যাবে ৷’’
এর পর মুখ্যমন্ত্রী প্রশাসনের আধিকারিকদের কাছে আসন্ন উৎসবের তালিকা ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষার দিনক্ষণের তালিকা তৈরি করতে বলেন ৷ সেই দিনগুলি বাদ দিয়ে নির্বাচন হবে বলে তিনি জানান ৷