রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: রায়গঞ্জের সুদর্শনপুরের বাড়ির পুজোও (Sen Family's Durga Puja of Raiganj) এবার 77 বছরে পদার্পণ করল। সপ্তমী থেকে নবমী আজও বলি প্রথা চালু রয়েছে সেন বাড়ির দুর্গাপুজোয়। দুর্গাপুজোয় এই সেন বাড়ির পুজোয় অংশ নিতে পারেন না বাড়ির কোনও মহিলা। পূর্বপুরুষদের আমল থেকে হওয়া এই রীতিই আজও মেনে চলেছেন পরিবারের মহিলারা। কোনও একসময় বলি চলাকালীন পরিবারের কোনও মহিলার অঘটন ঘটে। সেই থেকেই মহিলাদের বাড়ির দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। আর তখন থেকেই পরিবারের পুরুষরাই দুর্গাপুজোর সমস্ত কাজ করে থাকেন।
উত্তর দিনাজপুর জেলার প্রাচীন বনেদি বাড়ির পুজোর মধ্যে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের সেন বাড়ির দুর্গাপুজো অন্যতম। ওপার বাংলার যশোরের জমিদার তারিণী চরণ সেনের পূর্ব পুরুষেরা দুর্গাপুজোর প্রচলন করেছিলেন বলে জানা গিয়েছে (Male Members of Raiganj Sen Family Do All Rituals)। এরপর তাঁদের বংশধর সুরেন্দ্রনাথ সেনও পুজো করেছেন বাংলাদেশেই (Bangladesh)। এখন আর বাংলাদেশে নেই জমিদারি প্রথা। সেখানকার সব পাট চুকিয়ে তাঁরা চলে এসেছেন এপার বাংলার এই রায়গঞ্জ শহরে।