পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিডে 12 দিনে স্বামী-শ্বশুর-শাশুড়ির মৃত্যু; মেয়েকে নিয়ে আকূলপাথারে ঝুমা - 12 দিনে কোভিডে স্বামী-শ্বশুর-শাশুড়িহীন ঝুমা

রায়গঞ্জ শহরের দেবীনগরের 27 নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বাসিন্দা ঝুমা ঘোষ ৷ দু-সপ্তাহ মতো আগে স্বামী ভোলা ঘোষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান । এক সপ্তাহের মধ্যেই ঝুমাদেবীর শ্বশুর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিমল ঘোষের মৃত্যু হয় কোভিডে । দু-দিন আগে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিমলবাবুর স্ত্রী অর্থাৎ ঝুমাদেবীর শাশুড়ির ।

lost-three-members-of-the-family-in-covid-jhuma-ghsoh-giving-a-message-of-awareness
lost-three-members-of-the-family-in-covid-jhuma-ghsoh-giving-a-message-of-awareness

By

Published : Jun 2, 2021, 10:11 PM IST

রায়গঞ্জ, 2 জুন : কোভিড কেড়ে নিয়েছে পরিবারের তিনজনকে । উপার্জনশীল স্বামী ও শ্বশুর-শাশুড়িকে হারিয়ে দিশেহারা রায়গঞ্জের ঝুমা ঘোষ । একমাত্র মেয়েকে নিয়ে চরম সংকটে । সাহায্য় চাইছেন ঝুমা, এইসঙ্গে সচেতন করছেন অন্যদের ।

রায়গঞ্জ শহরের দেবীনগরের 27 নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বাসিন্দা ঝুমা ঘোষ ৷ দু-সপ্তাহ মতো আগে স্বামী ভোলা ঘোষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান । এক সপ্তাহের মধ্যেই ঝুমাদেবীর শ্বশুর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিমল ঘোষের মৃত্যু হয় কোভিডে । দু-দিন আগে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিমলবাবুর স্ত্রী অর্থাৎ ঝুমাদেবীর শাশুড়ির । ঝুমাদেবীর স্বামী ভোলা ঘোষ ছোট ব্যবসা করতেন ৷ আদতে বিমলবাবু ও তাঁর স্ত্রীর অবসরকালীন ভাতাই ছিল পাঁচজনের সংসারের মূল উপার্জন । 12 দিনে সংসারের তিন উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা ঝুমাদেবী । একমাত্র মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে । এই পরিস্থিতিতে সরকারি সাহায্য চাইছেন ঝুমা, সহনাগরিকদের সচেতনতার বার্তাও দিচ্ছেন ।

12 দিনে কোভিডে স্বামী-শ্বশুর-শাশুড়িহীন ঝুমা ঘোষ

আরও পড়ুন: কোভিড আক্রান্ত শিশুরা বেশিরভাগই উপসর্গহীন, তবে... : পর্যবেক্ষণ স্বাস্থ্যমন্ত্রকের

ঝুমা ঘোষ বলেন, “পর পর তিনজনকে হারালাম ৷ এখন মেয়েকে নিয়ে একা কী করব জানি না ৷ সাহায্য পেলে ভাল হয় ৷ আর এখনও দেখছি অনেকেই সচেতন নন । সময় থাকতে সচেতন হোন সকলে । আমার পরিবারের মতো কারো যাতে না হয়, সে জন্যেই সবাইকে সাবধানে হতে বলছি ।”

স্থানীয় তৃণমুল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার বলেন, "রায়গঞ্জ শহরে এতটা মর্মান্তিক ঘটনা এই প্রথম । এখনও অনেকেই সচেতন নন ৷ এটা ঠিক ৷ তাদের সচেতন হওয়া দরকার ৷ কোভিডে আক্রান্ত হলে পরিস্থিতি কী হতে পারে, এই পরিবার তার উদাহরণ ৷ আমরা পৌরসভার পক্ষ থেকে ঘোষ পরিবারের পাশে রয়েছি । প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details