রায়গঞ্জ, 2 জুন : কোভিড কেড়ে নিয়েছে পরিবারের তিনজনকে । উপার্জনশীল স্বামী ও শ্বশুর-শাশুড়িকে হারিয়ে দিশেহারা রায়গঞ্জের ঝুমা ঘোষ । একমাত্র মেয়েকে নিয়ে চরম সংকটে । সাহায্য় চাইছেন ঝুমা, এইসঙ্গে সচেতন করছেন অন্যদের ।
রায়গঞ্জ শহরের দেবীনগরের 27 নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বাসিন্দা ঝুমা ঘোষ ৷ দু-সপ্তাহ মতো আগে স্বামী ভোলা ঘোষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান । এক সপ্তাহের মধ্যেই ঝুমাদেবীর শ্বশুর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিমল ঘোষের মৃত্যু হয় কোভিডে । দু-দিন আগে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিমলবাবুর স্ত্রী অর্থাৎ ঝুমাদেবীর শাশুড়ির । ঝুমাদেবীর স্বামী ভোলা ঘোষ ছোট ব্যবসা করতেন ৷ আদতে বিমলবাবু ও তাঁর স্ত্রীর অবসরকালীন ভাতাই ছিল পাঁচজনের সংসারের মূল উপার্জন । 12 দিনে সংসারের তিন উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা ঝুমাদেবী । একমাত্র মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে । এই পরিস্থিতিতে সরকারি সাহায্য চাইছেন ঝুমা, সহনাগরিকদের সচেতনতার বার্তাও দিচ্ছেন ।