পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nitin Gadkari: নিজের জন্য কেনা গামছা মন্ত্রীকে উপহার দিলেন লরিচালক - Raiganj

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরির (Nitin Gadkari) জন্য অসমের গামছা (Assamese Gamcha) উপহার পাঠালেন এক লরিচালক (Lorry Driver) ৷ কেন এই কাজ করলেন তিনি ?

Lorry Driver gifted Assamese Gamcha for Nitin Gadkari
Nitin Gadkari: নিজের জন্য কেনা গামছা নীতিনকে উপহার দিলেন লরিচালক

By

Published : Nov 17, 2022, 8:17 PM IST

রায়গঞ্জ, 17 নভেম্বর: অসম থেকে লরি নিয়ে ফেরার পথে নীতিন গডকরির (Nitin Gadkari) ছবি দেওয়া হোর্ডিং দেখে থমকে গিয়েছিলেন ধীরেশ যাদব ৷ পেশায় লরিচালক (Lorry Driver) এই যুবক বিজেপি-এর সদস্য বা সমর্থক কোনওটাই নন ৷ কিন্তু, নীতিন গডকরির একজন ভক্ত ! কেন ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধীরেশ বললেন, "আমরা রাস্তায় লরি চালাই ৷ আগে এইসব রাস্তার অবস্থা খুব খারাপ ছিল ৷ ডালখোলা পেরোতে চারদিন লেগে যেত ! তার মধ্য়ে একটু ঘুমিয়ে পড়লেই লরি থেকে মোবাইল চুরি হয়ে যেত ৷ মানিব্য়াগ চুরি হয়ে যেত ৷ কিন্তু, এখন সেই ডালখোলা সহজেই পেরিয়ে আসা যায় !"

ধীরেশ মনে করেন, এই 'অসাধ্য সাধন' যে মানুষটি করে দেখিয়েছেন, তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি ৷ অসম থেকে নিজের জন্য একটি সুন্দর কারুকাজ করা গামছা (Assamese Gamcha) কিনেছিলেন ধীরেশ ৷ সখের সেই জিনিসই মন্ত্রী মশাইকে উপহার হিসাবে পাঠালেন তিনি ৷ তবে, একটু আক্ষেপ আর দুশ্চিন্তাও থেকে গেল ৷ কারণ, বৃহস্পতিবারই শিলিগুড়ির একটি অনুষ্ঠানে হাজির হয়ে অসুস্থ হয়ে পড়েন নীতিন ৷ সেই খবর শুনে মন খারাপ এই লরিচালকের ৷

ধীরেশের সরল, সাদাসিধে আচরণ মন কেড়েছে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চোধুরীরও ৷ কথা ছিল, এদিন ভার্চুয়ালি রায়গঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন নীতিন ৷ কিন্তু, অসুস্থ হয়ে পড়ায় সেটা আর সম্ভব হয়নি ৷ তবে, ধীরেশকে মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছেন দেবশ্রী ৷ মন্ত্রীর হয়ে নিজেই আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ধীরেশের আনা উপহার ৷ কথা দিয়েছেন, এই উপহার দিল্লিতে মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন তিনি ৷ এটুকু শুনেই আপ্লুত ধীরেশ ৷

গামছা উপহার ৷

আরও পড়ুন:গডকরির অসুস্থতায় উদ্বিগ্ন মমতা, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোন

ধীরেশ বলেন, আগে যেসব রাস্তা ছিল চলাচলের অযোগ্য, এখন সেগুলিই ঝাঁ-চকচকে হয়ে গিয়েছে ৷ আর এতে তাঁদের মতো পরিবহণকর্মীরা অত্যন্ত উপকৃত হয়েছেন ৷ গাড়ি চালানো সহজ হয়েছে ৷ গাড়ির রক্ষণাবেক্ষণও কম করতে হচ্ছে ৷ ধীরেশের কথা উল্লেখ করতে ভোলেননি দেবশ্রীও ৷ তাঁর বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কাজ করে বলেই এভাবে একজন সাধারণ মানুষ মন্ত্রীকে উপহার দিতে ছুটে আসেন ৷ প্রসঙ্গত, নীতিন গডকরির উত্তরবঙ্গ সফর ও একাধিক প্রকল্প উদ্বোধনকে ঘিরেই এদিন রায়গঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে সকলের মন জিতে নেন আটপৌড়ে ধীরেশ যাদব ৷

ABOUT THE AUTHOR

...view details