রায়গঞ্জ, 30 মার্চ : দু'দিন পর ব্যাঙ্ক খুলতেই বিরাট লাইন । চলল হুড়োহুড়ি । কোনও সাবধানতা অবলম্বন না করেই গা ঘেঁষাঘেষি করে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে পড়লেন সকলে । লকডাউনের ষষ্ঠ দিনেও যা প্রমাণ করে দিল সচেতন নিজেকেই হতে হয় ।
প্রথমে কারফিউ, তারপর লকডাউন । প্রত্যেক ক্ষেত্রেই সরকারের তরফে বলা হয়েছিল, লকডাউন থাকলেও খোলা থাকবে অত্যাবশকীয় পণ্যের দোকান, ব্যাঙ্ক ও জরুরি পরিষেবা । কিন্তু তারপরও দোকান-বাজারগুলোতে হুড়োহুড়ির পরিমাণ কমেনি । কমেনি ব্যাঙ্কের ভিড়ও । টাকা পাওয়া যাবে, ATM খোলা থাকবে এটা ঘোষণা করার পরও লকডাউনের প্রথমদিন থেকেই ব্যাঙ্কের সামনে লাইন ছিল চোখে পড়ার মতো । শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় আজ লম্বা লাইন চোখে পড়ল রায়গঞ্জের বিভিন্ন ব্যাঙ্কে । কর্মীরা সতর্ক বার্তা মানতে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ । অনুরোধ করা হলেও বিরক্তি প্রকাশ চোখে পড়েছে সকলের ।