রায়গঞ্জ, 25 এপ্রিল : লকডাউনে অপরাধপ্রবণ রায়গঞ্জ পুলিশ জেলার কন্ট্রোল রুমের চরিত্র বদল । যে কন্ট্রোল রুমের 100 নাম্বারে লকডাউনের আগে বিভিন্ন ধরনের অপরাধের খবর আসত, সেখানেই বর্তমানে শুধুমাত্র লকডাউন সংক্রান্ত খবর । খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে অন্যান্য অপরাধের খবর একেবারে নেই বললেই চলে । বদলে কোথায় লকডাউন মানা হচ্ছে না, কোথায় মানুষ করোনা নিয়ে মিথ্যে প্রচার করছে এই সব খবর আসছে। এসব সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কন্ট্রোল রুমের পুলিশকর্মীরা ।
রায়গঞ্জ পুলিশ জেলা বরাবরই অপরাধপ্রবণ এলাকার মধ্যে পড়ে । বিভিন্ন সময়ে পুলিশকর্মীরা কন্ট্রোল রুমে বসে নানান ধরনের অপরাধমূলক খবর পেতে অভ্যস্ত । বর্তমানে সেই পরিস্থিতির সম্পূর্ণ ভোলবদল । লকডাউন শুরু হওয়ার পর থেকে 100 নম্বরে প্রচুর ফোন আসলেও তা কখনোই অপরাধ সংক্রান্ত হচ্ছে না বলেই দাবি করেছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা । দিনে প্রায় 200 থেকে 240টি ফোন আসছে কন্ট্রোল রুমের 100 নম্বরে । তার বেশিরভাগটাই লকডাউন এবং কোরোনা ভাইরাস সংক্রান্ত ।