পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scholarship Money Laundering: করণদিঘিতে ফের সক্রিয় স্কলারশিপের টাকা হাতানোর চক্র, জেলাশাসকের দ্বারস্থ স্থানীয়রা - Govt Scholarship Money Laundering

জীবনে কোনওদিন স্কুলেই যাননি ৷ তাও স্কলারশিপের টাকা ঢুকছে ৷ অবশ্য তা ঢোকা মাত্রই তুলে নিচ্ছে অন্য লোকে(Govt.Scholarship Money Laundering)৷ তবে কীভাবে এসব হচ্ছে তা বুঝতে পারছেন না ৷ স্থানীয় দু'জনকে সন্দেহ হওয়ায় তাদের নামে অভিযোগ জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন এলাকার কয়েকজন ৷

Etv Bharat
করণদিঘীতে স্কলারশিপের টাকা হাতানোর চক্রের বিষয়ে অভিযোগকারীদের বক্তব্য

By

Published : Dec 14, 2022, 9:45 PM IST

করণদিঘীতে স্কলারশিপের টাকা হাতানোর চক্রের বিষয়ে অভিযোগকারীদের বক্তব্য

রায়গঞ্জ, 14 ডিসেম্বর:কেউ দিনমজুরির কাজ করেন, তো কেউ আবার কাঠমিস্ত্রি । বয়স কারও 65 কারও আবার 50 । অথচ খাতায় কলমে তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র । অবাক করা এমনই ঘটনা প্রকাশ্যে এল বুধবার ৷ ওই সমস্ত মানুষদের অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র । ফের ঘটনাস্থল উত্তর দিনাজপুরে করণদিঘী । এর আগে এসসি, এসটি স্কলারশিপের টাকা হাতানোর ঘটনা সামনে এসেছিল করণদিঘীতেই(Locals Submit Allegation Paper to DM Against Scholarship Money Laundering in Karandighi)।

এবারে মাইনরিটি স্কলারশিপের টাকা তছরূপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অভিযোগ, করণদিঘী এলাকার কিছু মানুষকে কলকাতার গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসেবে পরিচিতি দিয়ে তাদের নামে খোলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট । এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করছে দুষ্কৃতীরা ।

জবকার্ডের জন্য উপভোক্তাদের থেকে নথি সংগ্রহ করে তা দিয়েই স্কলারশিপের জন্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তারপর সরকারি স্কলারশিপের টাকা ঢুকতেই তা তুলে নেওয়া হচ্ছে তড়িঘড়ি(Scholarship Money Laundering in Karandighi)। ইতিমধ্যে এই ঘটনায় সামনে এসেছে চক্রের 2 পাণ্ডার নাম । একজন তাজিমুল হোসেন ও অপরজন মহঃ জানে আলম । এরাই পুরো ঘটনাটি পরিচালনা করছে বলে অভিযোগ । এদের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা ।

আরও পড়ুন :ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপ কাণ্ডে এবার নাম জড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

করণদিঘীর বাসিন্দা পেশায় কৃষিজীবী মাইনুলের বয়স 60-এর উপরে । তাঁর নামে অবৈধ অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । একাধিকবার ব্যাঙ্কে গিয়েও কোনও কাজ হয়নি । সেই কারণে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ।

একইভাবে পেশায় কাঠমিস্ত্রী আবু তাহের কোনওদিন স্কুলেই যাননি । অথচ তিনি নাকি ইঞ্জিনিয়ারিং ছাত্র । তাঁর নামেও এভাবে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনিও ।

এই ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রুস্তম আলি । এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরুর আশ্বাস দিয়েছে প্রশাসন ৷

অন্যদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি । তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডল (উত্তর) সভাপতি অভিজিৎ যোশী ।

আরও পড়ুন :সরকারি স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details