রায়গঞ্জ, 28 নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত ব্লক হিসেবে পরিচিত হেমতাবাদ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই ব্লকের দীর্ঘ এলাকা জুড়ে রয়েছে কাঁটাতাড়ের বেড়া ৷ হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকাটি একেবারেই সীমান্ত ঘেঁষা। গ্রামের অর্থনৈতিক পরিকাঠামো প্রায় নেই বললেই চলে ৷ কর্মসংস্থানের তেমন কোনও সুযোগ নেই এই গ্রামে ৷ তবে, বাহারাইলের জঙ্গলকে ঘিরে পর্যটন শিল্প করলে, নতুন করে উপার্জনের আশা দেখতে পারবেন সেখানকার মানুষজন ৷ তাই বাহারাইল জঙ্গলে পর্যটন শিল্প তৈরির দাবি জানালেন সেখানকার বাসিন্দারা (Locals Demand Tourism in Baharail Forest North Dinajpur) ৷
প্রায় 600 একর জমির উপর বনাঞ্চলে ঘেরা বাহারাইল ৷ সারা বছরই সেখানে মানুষজন আসেন ৷ কিন্তু, থাকার ও বিনোদনের কোনও ব্যবস্থা নেই ৷ ফলে লোকজন এখানে থাকেন না ৷ মালদা, দক্ষিণ দিনাজপুরের লোকজন এলেও, তাঁরা একদিনের জন্য ঘুরে চলে যান ৷ তাই বাহারাইল জঙ্গলকে ঘিরে পর্যটন শিল্প তৈরি করলে, সেখানকার বাসিন্দাদের স্থায়ী উপার্জনের ব্যবস্থা হবে ৷ এনিয়ে স্থানীয় প্রশাসনের কাছে বাসিন্দারা আবেদনও করেছে ৷ রিসর্ট, বিনোদনের ব্য়বস্থা এবং সৌন্দর্যায়নের মাধ্যমে বাহারাইলকে পর্যটকদের মধ্যে জনপ্রিয় করার দাবি জানিয়েছেন স্থানীয় এহসান আলি, মহম্মদ ফারুকরা ৷