রায়গঞ্জ, 24 নভেম্বর : আগামী 26 নভেম্বর ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ইসলামপুরে পথে নামল বামেরা। এদিন CPI(M)-র ইসলামপুর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ দাসের নেতৃত্বে ইসলামপুর বাস টার্মিনাস থেকে এক বর্ণাঢ্য মিছিল ধর্মঘটের সমর্থনে শহর পরিক্রমা করে।
ধর্মঘটের সমর্থনে ইসলামপুরে পথে নামল বামেরা - ইসলামপুরে পথে নামল বামেরা
ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ইসলামপুরে পথে নামল বামেরা।ইসলামপুর বাস টার্মিনাস থেকে এক বর্ণাঢ্য মিছিল ধর্মঘটের সমর্থনে শহর পরিক্রমা করে।
![ধর্মঘটের সমর্থনে ইসলামপুরে পথে নামল বামেরা left rally on islampur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9653250-1058-9653250-1606235882718.jpg)
দলীয় সূত্রে জানা গিয়েছে, সারা ভারতের 10টি ট্রেড ইউনিয়ন ও 8টি ফেডারেশনের সমর্থনে আগামী 26 নভেম্বর ধর্মঘট ডাকা হয়েছে। জিনিসপত্রের দাম কমানো, শ্রমকর বাতিল, 100 দিনের কাজকে 200 দিনের কাজে পরিবর্তন করে পরিযায়ী শ্রমিকদের নিযুক্ত করা সহ বিভিন্ন দাবিতে সরব হয়ে বামেদের এই ধর্মঘট।
এদিনের মিছিলের পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে ধর্মঘটের সমর্থনে বামেরা পথসভা করে সাধারন মানুষকে ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও ধর্মঘটের দিন ধর্মঘটকে সফল করতে বাম নেতাকর্মীরাও রাস্তায় থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।