রায়গঞ্জ, 29 নভেম্বর : তিন দিন পর রায়গঞ্জ আদালতের আইনজীবীদের কর্মবিরতি উঠল ৷ জেলা প্রশাসনের মধ্যস্থতায় গতকাল কর্মবিরতি তুলে নেন আইনজীবীরা ৷ দুপুরে আইনজীবীরা তাঁদের দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হন ।
উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, এক সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছিল তাঁরা ভুল স্বীকার করে নেওয়ায় কর্মবিরতি তুলে নেন আইনজীবীরা ৷ এক আইনজীবীর সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছিল কর্ণজোড়ার প্রশাসনিক দপ্তরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে । এরপরই বুধবার থেকে কর্মবিরতির কথা ঘোষণা করেছিলেন সংগঠনের আইনজীবীরা । প্রশাসনিক স্তরে ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে একইভাবে কর্মবিরতি জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা ।