পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmi Idol Makers : প্রবল বৃষ্টিতে হয়নি লক্ষ্মী প্রতিমা বিক্রি, সমস্যায় মৃৎশিল্পীরা - সমস্যায় মৃৎ শিল্পীরা

প্রতিমা বিক্রি না হওয়ায় নিজেদের ঘরেই অবিক্রিত প্রতিমা ফিরিয়ে আনতে হয়েছে মৃৎশিল্পীদের।

Lakshmi Idol Makers
প্রবল বৃষ্টিতে হয়নি লক্ষ্মী প্রতিমা বিক্রি, সমস্যায় মৃৎ শিল্পীরা

By

Published : Oct 21, 2021, 10:40 PM IST

রায়গঞ্জ, 21 অক্টোবর : ধনদেবী লক্ষ্মীর পুজোয় রায়গঞ্জের মৃৎশিল্পীদের লাভের আশায় জল ঢেলে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। শয়ে শয়ে লক্ষ্মী প্রতিমা অবিক্রিত অবস্থায় পড়ে থাকায় চরম ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জের সুভাষগঞ্জ, পালপাড়া ও কাঞ্চনপল্লির ছোট ছোট মৃৎশিল্পীরা। বিক্রি না হওয়ায় এইসব নতুন লক্ষ্মী প্রতিমা জলে ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় আর এখন তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন এই শিল্পীরা। অতিবৃষ্টির কারণে এবারের লক্ষ্মী পুজোয় লাভের বদলে হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে এখানকার মৃৎশিল্পীদের।

আরও পড়ুন : Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

শিল্পীরা জানিয়েছেন, করোনা সংক্রমণের জন্য গত বছর তাঁদের ব্যবসা ভাল হয়নি৷ এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় লক্ষ্মী প্রতিমা বিক্রি করে আয়ের কিছু পথ খুঁজছিলেন তাঁরা। কিন্তু প্রকৃতিক দুর্যোগের কারণে এবার তাঁদের ক্ষতি আরও বেড়েছে ৷ শিল্পীদের কথায়, লক্ষ্মী পুজোর দিন এবং তার আগের দু'দিন ধরে প্রবল বর্ষণ আর প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষ ঘর থেকেই বের হতে পারেননি। তাই বৃষ্টি মাথায় নিয়েই ছাউনির তলায় হাজার হাজার ছোট-বড় লক্ষ্মী প্রতিমার পসরা সাজিয়ে বসলেও অধিকাংশই অবিক্রিত অবস্থায় থেকে গিয়েছে। লাগাতার অতিবৃষ্টির কারনে জলমগ্ন হয়ে পড়ছিল সমগ্র রায়গঞ্জ শহর। তাই সাধারন মানুষ রাস্তায় বের হতে পারেননি। ফলে অনেক গৃ্হস্থই প্রতিমা ছাড়াই লক্ষ্মী দেবীর আরাধনা করেছেন বাধ্য হয়েই।

প্রবল বৃষ্টিতে হয়নি লক্ষ্মী প্রতিমা বিক্রি, সমস্যায় মৃৎশিল্পীরা

প্রতিমা বিক্রি না হওয়ায় নিজেদের ঘরেই অবিক্রিত প্রতিমা ফিরিয়ে আনতে হয়েছে মৃৎশিল্পীদের।

ABOUT THE AUTHOR

...view details