পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে গরিবদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন তৃণমূল নেত্রী - lockdown

মঙ্গলবার দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর চৈতালী ঘোষ সাহা । দলনেত্রীর নির্দেশ মেনে তিনি 16 নম্বর ওয়ার্ডের গরিব, দিনমজুর মানুষদের হাতে তুলে দিলেন চাল,  ডাল, আলু,  সোয়াবিন এবং হাত ধোওয়ার জন্য একটি সাবান ।

রায়গঞ্জে দুস্থ গরীব বাসিন্দাদের খাদ্য সামগ্রী বিতরণ মহিলা তৃণমূল সভানেত্রীর
রায়গঞ্জে দুস্থ গরীব বাসিন্দাদের খাদ্য সামগ্রী বিতরণ মহিলা তৃণমূল সভানেত্রীর

By

Published : Mar 31, 2020, 9:54 PM IST

রায়গঞ্জ, 31 মার্চ: লকডাউনে রাজ্যের সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধায় না পড়েন সেজন্য বিশেষ উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁরই নির্দেশে জেলায় জেলায় সাধারণ মানুষের সহযোগিতা করতে ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রতিনিধি থেকে দলের কর্মীরা । সেইমতো মঙ্গলবার দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর চৈতালী ঘোষ সাহা । দলনেত্রীর নির্দেশ মেনে তিনি 16 নম্বর ওয়ার্ডের গরিব, দিনমজুর মানুষদের হাতে তুলে দিলেন চাল, ডাল,আলু, সোয়াবিন এবং হাত ধোওয়ার জন্য সাবান । এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ।

লকডাউনের জেরে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ । এই অবস্থায় সবচেয়ে অসুবিধায় পড়েছেন দিনমজুর থেকে গরিব মানুষেরা । এই পরিস্থিতিতে তৃণমূল-কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ শহর সভাপতি চৈতালী ঘোষ সাহা এলাকার গরিব মানুষদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী । চৈতালি ঘোষ সাহা জানান, লকডাউনের সময় 16 নম্বর ওয়ার্ডের দিনমজুর ও গরিব মানুষদের পাশে দাঁড়াতে তাদের হাতে স্বল্প কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । এর পাশাপাশি এলাকার বাসিন্দাদের কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন ।

তিনি বলেন, “ওয়ার্ডের প্রতিটি বাসিন্দা যেকোনও প্রয়োজনে আমাকে ফোন করতে পারে । আমি সর্বদা পাশে আছি এবং থাকব ।“ এই দুঃসময়ে কাউন্সিলরের কাছ থেকে খাদ্য সামগ্রী পাওয়ায় খুবই খুশি রায়গঞ্জ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details