পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লি হিংসায় আতঙ্ক, ঘরে ফিরলেন উত্তর দিনাজপুরের 25 শ্রমিক - দিল্লির হিংসা

25-30 জন শ্রমিক দিল্লির বিভিন্ন প্রান্তে কাজ করতেন। কিন্তু উত্তর-পূর্ব দিল্লির হিংসা চাক্ষুষ করার পর প্রাণ বাঁচাতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন সকলেই। এদের মধ্যে ইটাহারের এক শ্রমিক দাঙ্গাবাজদের হাতে গুরুতর জখম হন ৷ বর্তমানে তাঁর কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলছে ৷

delhi-violence
শ্রমিকরা

By

Published : Mar 2, 2020, 6:39 AM IST

Updated : Mar 2, 2020, 3:03 PM IST

রায়গঞ্জ, 2 মার্চ : এখনও চোখেমুখে আতঙ্ক ৷ রুটিরুজির সন্ধানে রাজ্য ছেড়ে গেছিল দিল্লি ৷ কিন্তু উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রতিক অশান্তির কারণে একপ্রকার বাধ্য হয়ে ঘরে ফিরেছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের 25 জন শ্রমিক । কেন ফিরে এলেন, এই প্রশ্নের উত্তরে সব কথা বলতে না চাইলেও তাদের দাবি, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে ৷ এই ক'দিন কার্যত প্রাণ হাতে করে থাকতে হয়েছে তাদের । প্রাণে বাঁচতেই তাই তড়িঘড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত । আপাতত দিল্লির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা । পরিস্থিতি বুঝে তারা ফিরতে চায় কাজে ৷

জাফরাবাদসহ উত্তর-পূর্ব দিল্লি ও সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই চলছে অশান্তি । যাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 46 জনের ৷ উত্তর দিনাজপুর থেকে বহু মানুষ ঠিকা শ্রমিকের কাজে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবছরই যায় । অনেকে সেখানে থেকেও যায় । কিন্তু দিল্লির পরিস্থিতি সরগরম হওয়ায় রাজ্যে ফেরার চেষ্টা শুরু করেছে অনেকেই । দিল্লিতে থাকা শ্রমিকদের মধ্যে ইটাহার ব্লকের পাজোল গ্রাম পঞ্চায়েতের এক শ্রমিক দুষ্কৃ্তীদের হাতে গুরুতর জখম হওয়ায় তাকে দেখে বাকি আরও ভয় পেয়ে গেছে বলে জানিয়েছে । ওই শ্রমিকরা কোনওভাবে দিল্লি থেকে রাজ্যে ফেরানো হয় । এরপর ওই আহত শ্রমিককে রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভরতি করা হয় । পরে তাকে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

এবিষয়ে এক ঠিকা শ্রমিক হাসিবুর রহমান জানান, এর আগেও সাত-আট বছর দিল্লির বিভিন্ন জায়গায় কাজ করেছি কখনও কোনও অসুবিধা হয়নি । কিন্তু এবার ঝামেলা এত বেড়ে গিয়েছিল যে প্রাণ বাঁচাতে বাড়ি ফিরতে হয়েছে । অবস্থা স্বাভাবিক হলে ফিরব ।

অন্য এক ঠিকা শ্রমিক আবদুল বারিক বলেন, দীর্ঘদিন দিল্লিতে কাজ করছি ৷ এবারের মতো কখনও দেখিনি ৷ কেন, কীভাবে ঘটল জানা নেই । পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে যাব ।

এবিষয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দকুমার মিনা বলেন, আমরা শুনেছি বেশকিছু ঠিকা শ্রমিক দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির জন্য ফিরে এসেছে । আমাদের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা তাদের খোঁজ খবর নিচ্ছেন । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Last Updated : Mar 2, 2020, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details