রায়গঞ্জ, 31 মার্চ : হেঁটেই 600 কিলোমিটার দূরে বাড়ির পথে রওনা দিয়েছেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকেরা । নলহাটি এলাকার এই শ্রমিকরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন রায়গঞ্জে ।
আর অপেক্ষা নয়, এবার হেঁটেই বাড়ির পথে শ্রমিকরা
বিহারের মধুবনি থেকে 50 জন শ্রমিক পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা দিলেন । যাবেন বীরভূমের নলহাটিতে ।
বীরভূমের নলহাটি এলাকার প্রায় 50 জন 600 কিলোমিটার দূরে বিহারের মধুবনিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । লকডাউনের জেরে সেখানে আটকে পড়েছিলেন । এদিকে কাজও সাময়িকভাবে বন্ধ হওয়ায় জমানো টাকার পরিমাণ কমে আসছিল । তাই কবে লকডাউন খুলবে বা কবে গণপরিবহন ব্যবস্থা চালু হবে তার অপেক্ষা না করে বিহারের মধুবনি থেকে হেঁটেই বীরভূমের নলহাটির উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ হেঁটেই প্রায় 300 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেছেন রায়গঞ্জে ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে 25 মার্চ থেকে দেশজুড়ে লাগু হয়েছে লকডাউন । যার জেরে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন রাজ্যের শ্রমিকরা । কেউ কেউ ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁদের পরিস্থিতির কথা জানিয়েছেন । কোনও কোনও ক্ষেত্রে সহযোগিতা মিলেছে । কোনও কোনও ক্ষেত্রে মেলেনি । ফলে ভিনরাজ্যে আটকে পড়ে প্রায় অনাহার, অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা । এই অবস্থায় লকডাউন খোলার অপেক্ষা করলে হয়ত না খেতে পেয়েই মরতে হবে । আর সেই আশঙ্কায় লকডাউন খোলার অপেক্ষায় না থেকে বাধ্য হয়ে হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করছেন ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা ।