পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিয়ে সাহায্য কৃষ্ণ কল্যাণীর - BJP

বিধায়ক হওয়ার পর এই প্রথম নয় ৷ এর আগেও বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ এবার প্রতিবন্ধী একটি মেয়েকে হুইলয়চেয়ার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ৷

প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিয়ে সাহায্যের হাত বাড়ালেন কৃষ্ণ কল্যাণী
প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিয়ে সাহায্যের হাত বাড়ালেন কৃষ্ণ কল্যাণী

By

Published : May 17, 2021, 8:06 PM IST

রায়গঞ্জ, 17 মে : নির্বাচনে জিতে রায়গঞ্জের বিজেপি বিধায়ক মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ কখনও দুঃস্থদের রুটি-সবজি বিতরণ করে, আবার কখনও নিরুপায়দের সাহায্য করে ৷ এবার তিনি হুইলচেয়ার দিলেন প্রতিবন্ধী এক মেয়েকে ৷ হতদরিদ্র পরিবার ৷ টোটো চালিয়ে যতটুকু উপার্জন হয় , তাতেই সংসার চলে কোনওরকমে ৷ চারজনের সংসার ৷ এক ছেলে ও এক মেয়ে ৷ কিন্তু মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী ৷ হাঁটতে-চলতে পারে না ৷ একটা হুইল চেয়ার কিনে দেওয়ারও ক্ষমতাও নেই বাবা প্রবীর কুণ্ডুর ৷ মেয়ের এখন 21 বছর ৷ এতবছর পর রায়গঞ্জের বিজেপি বিধায়কের কাছ থেকে হুইলচেয়ার পেয়ে স্বভাবতই খুশি প্রবীর কুণ্ডু ৷

রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকার বাসিন্দা প্রবীর কুণ্ডু ৷ আগে একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুবছর ধরে টোটো চালিয়ে কোনওরকমে দিনাতিপাত করেন ৷ তিনি বললেন, " জন্মের পরেই শরীরে একটি টিউমার হয়েছিল আমার মেয়ে , চন্দ্রিমার ৷ টিউমার অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসার কারনে পঙ্গু হয়ে যায় সে ৷ এরপর মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি ৷ কত লোকের কাছে সাহায্য চেয়েছি ৷ পাইনি ৷ কিন্তু কৃষ্ণকল্যাণী বাবু যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ,তাতে আমি খুশি ৷ আমার বলার কোনও ভাষা নেই ৷ "

প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিয়ে সাহায্যের হাত বাড়ালেন কৃষ্ণ কল্যাণী

এবিষয়ে রায়গঞ্জের বিধায়ক বললেন, " সংবাদমাধ্যম মারফৎ আমি জানতে পারি পরিবারটির দুঃখ দুর্দশার কথা ৷ তারপর ওঁদের সঙ্গে যোগাযোগ করি ৷ আজ আমার কার্যালয়ে মেয়েটিকে হুইলচেয়ার দেওয়া হয় ৷ আশা করি কিছুটা হলেও ওর কষ্ট দূর হবে ৷ "

আরও পড়ুন :নারদ কাণ্ডে গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় স্বপন দেবনাথ

ABOUT THE AUTHOR

...view details