রায়গঞ্জ, 17 মে : নির্বাচনে জিতে রায়গঞ্জের বিজেপি বিধায়ক মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ কখনও দুঃস্থদের রুটি-সবজি বিতরণ করে, আবার কখনও নিরুপায়দের সাহায্য করে ৷ এবার তিনি হুইলচেয়ার দিলেন প্রতিবন্ধী এক মেয়েকে ৷ হতদরিদ্র পরিবার ৷ টোটো চালিয়ে যতটুকু উপার্জন হয় , তাতেই সংসার চলে কোনওরকমে ৷ চারজনের সংসার ৷ এক ছেলে ও এক মেয়ে ৷ কিন্তু মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী ৷ হাঁটতে-চলতে পারে না ৷ একটা হুইল চেয়ার কিনে দেওয়ারও ক্ষমতাও নেই বাবা প্রবীর কুণ্ডুর ৷ মেয়ের এখন 21 বছর ৷ এতবছর পর রায়গঞ্জের বিজেপি বিধায়কের কাছ থেকে হুইলচেয়ার পেয়ে স্বভাবতই খুশি প্রবীর কুণ্ডু ৷
রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকার বাসিন্দা প্রবীর কুণ্ডু ৷ আগে একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুবছর ধরে টোটো চালিয়ে কোনওরকমে দিনাতিপাত করেন ৷ তিনি বললেন, " জন্মের পরেই শরীরে একটি টিউমার হয়েছিল আমার মেয়ে , চন্দ্রিমার ৷ টিউমার অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসার কারনে পঙ্গু হয়ে যায় সে ৷ এরপর মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি ৷ কত লোকের কাছে সাহায্য চেয়েছি ৷ পাইনি ৷ কিন্তু কৃষ্ণকল্যাণী বাবু যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ,তাতে আমি খুশি ৷ আমার বলার কোনও ভাষা নেই ৷ "