পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবারের নির্বাচনে আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই : কানাইয়ালাল - Loksabha election

উত্তপ দিনাজপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কালাইয়ালাল আগরওয়াল।

aa

By

Published : Mar 26, 2019, 3:01 AM IST

রায়গঞ্জ, ২৬ মার্চ : উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কালাইয়ালাল আগরওয়াল।রায়গঞ্জ শহরের কসবামোড় থেকে কয়েকশো মোটরবাইক আর হাজারখানেক কর্মী সমর্থকদের মিছিল নিয়ে তিনি মনোনয়ন জমা দিতে আসেন।

প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য, গোলাম রব্বানি, কবিতা বর্মন, মনোদেব সিনহা সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে সামনে রেখে মিছিলের নেতৃত্ব দেন অমল আচার্য।

মনোনয়নপত্র দাখিল করার পর কানাইয়ালাল বলেন, "রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমার জয় একশো শতাংশ নিশ্চিত। আমি জেলার মানুষ। বিরোধীরা কেউই এই জেলার মানুষ নন। পাশাপাশি CP(I)M বা কংগ্রেস, কোনও দলেরই এই জেলায় কোনও সংগঠন নেই।

তিনি আরও বলেন, "আমাদের বুথ ভিত্তিক সংগঠনের পাশাপাশি মানুষ মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। তাই এবারের লোকসভা নির্বাচনে আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই।"

ABOUT THE AUTHOR

...view details