রায়গঞ্জ, ২৬ মার্চ : উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কালাইয়ালাল আগরওয়াল।রায়গঞ্জ শহরের কসবামোড় থেকে কয়েকশো মোটরবাইক আর হাজারখানেক কর্মী সমর্থকদের মিছিল নিয়ে তিনি মনোনয়ন জমা দিতে আসেন।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য, গোলাম রব্বানি, কবিতা বর্মন, মনোদেব সিনহা সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে সামনে রেখে মিছিলের নেতৃত্ব দেন অমল আচার্য।