কালিয়াগঞ্জ, 11 ফেব্রুয়ারি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচনী প্রচার করলেন কালিয়াগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার ৷ প্রচারের পাশাপাশি চলল দেওয়াল লিখনও ৷ তবে সবটাই নেত্রীর ছবি হাতে নিয়েই ৷
আগামী 27 ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ পৌরসভার 17টি আসনে ভোট (Kaliyaganj Municipal Election 2022) । 2016 সালে পৌর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস । বিগত এক বছর ধরে কালিয়াগঞ্জে পরিষেবা দিয়ে এসেছে শাসকদল । ভোট ঘোষণা হওয়ার পর 9 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলার পর পুনরায় পৌরবোর্ড দখল করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে প্রচারে ঝাঁপাল তৃণমূল কংগ্রেস । নেত্রীর ছবি সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন কালিয়াগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার ৷ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করলেন তিনি ।