পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliyaganj Municipal Election 2022 : নেত্রীর ছবি হাতে প্রচারে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী - tmc candidate of kaliyaganj in the election campaign with the picture of Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন কালিয়াগঞ্জ পৌরসভার 12 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুজিত সরকার (Kaliyaganj City TMC) ৷ কিন্তু নেত্রীর ছবি সঙ্গে নিয়ে প্রচারের কারণ কী ? কী বললেন প্রার্থী ?

Kaliyaganj News
কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার

By

Published : Feb 11, 2022, 8:46 AM IST

কালিয়াগঞ্জ, 11 ফেব্রুয়ারি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচনী প্রচার করলেন কালিয়াগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার ৷ প্রচারের পাশাপাশি চলল দেওয়াল লিখনও ৷ তবে সবটাই নেত্রীর ছবি হাতে নিয়েই ৷

আগামী 27 ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ পৌরসভার 17টি আসনে ভোট (Kaliyaganj Municipal Election 2022) । 2016 সালে পৌর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস । বিগত এক বছর ধরে কালিয়াগঞ্জে পরিষেবা দিয়ে এসেছে শাসকদল । ভোট ঘোষণা হওয়ার পর 9 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলার পর পুনরায় পৌরবোর্ড দখল করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে প্রচারে ঝাঁপাল তৃণমূল কংগ্রেস । নেত্রীর ছবি সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন কালিয়াগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার ৷ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করলেন তিনি ।

নেত্রীর ছবি হাতেই চলছে দেওয়াল লিখন

কিন্তু কেন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে প্রচার ? প্রশ্ন করতেই প্রার্থী বললেন, "দিদি আমার আদর্শ ৷ দিদির নীতি মেনে আমি চলি ৷ এত বড় একটা দলে এত কর্মী থাকা সত্ত্বেও কালিয়াগঞ্জ শহর থেকে প্রার্থী হিসেবে যে আমার নাম ঘোষণা করা হয়েছে তার জন্য আমি খুব খুশি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করব ৷ আমার একটাই লক্ষ্য দিদির ছবি নিয়ে চলব এবং 17টি ওয়ার্ডেরই জেতার শংসাপত্র আমি দিদির চরণে সমর্পণ করব ৷"

দলনেত্রীর ছবি নিয়ে ভোট প্রচারে কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন :Controversy over Amal Acharjee : তৃণমূলে ফিরতে চান অমল আচার্য, আপত্তি জানিয়ে পাল্টা চিঠি দলীয় বিধায়কদের

ABOUT THE AUTHOR

...view details