রায়গঞ্জ, ৫ এপ্রিল : অ্য়াম্বুল্য়ান্স ব্য়বহার করা হচ্ছে পুলিশের টহলদারি ভ্য়ান হিসেবে ৷ এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে নিন্দা করেছে সিপিআইএম এবং বিজেপি ৷ যদিও এবিষয়ে খবর করতে যাওয়ায় পুলিশের হেনস্থার মুখে পড়তে হয়েছে এক সাংবাদিককে ৷
গতবছর একটি অ্য়াম্বুল্য়ান্স আটক করে পুলিশ ৷ অভিযোগ, লকডাউনের সময় নিয়ম ভেঙে অ্য়াম্বুল্য়ান্সটি যাত্রী পরিবহন করছিল ৷ সেকারণে ওই অ্য়াম্বুল্য়ান্সটিকে আটক করা হয় ৷ আচমকা সেই অ্যাম্বুল্য়ান্সটিকে পুলিশের টহলদারি ভ্যানে রূপান্তরিত করে নিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
ওই অ্যাম্বুল্য়ান্সটি হেমতাবাদের প্রাক্তন সিপিআইএম বিধায়ক খগেন্দ্রনাথ সিংয়ের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কেনা। যাতে হেমতাবাদ বিধানসভা এলাকার রোগীদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে কিংবা রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে সুবিধা হয়। ২০১৫ সালে হেমতাবাদ বিধানসভা এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ওই অ্য়াম্বুল্য়াটি চালানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় ৷