পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই কালিয়াগঞ্জ পৌরবোর্ডের - Kaliaganj Municipal Board sack 30 temporary workers

কালিয়াগঞ্জ পৌরসভার পূর্বতন পৌরপ্রশাসক তথা তৃণমূল নেতা কার্তিক পালের বিজেপিতে যোগদান এবং তারপরেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের গোহারা হার । এসবের কারণে কার্তিক পালের নিয়োগ করা অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হল বলে রাজনৈতিক মহলের ধারণা ।

Kaliaganj Municipal Board sack 30 temporary workers
30 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই কালিয়াগঞ্জ পৌরবোর্ডের

By

Published : May 6, 2021, 10:46 PM IST

কালিয়াগঞ্জ, 6 মে : কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক কার্তিক পাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার খেসারত দিতে হল পৌরসভার 30 জন অস্থায়ী কর্মীকে । বর্তমান পৌরবোর্ড কার্তিক পালের নিয়োগ করা অস্থায়ী 30 জন কর্মচারীকে ছাঁটাই করে দিল । তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই 30জন অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জ পৌরসভায় ।

কালিয়াগঞ্জ পৌরসভার পূর্বতন পৌরপ্রশাসক তৃণমূল নেতা কার্তিক পালের বিজেপিতে যোগদান এবং তারপরেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের গোহারা হার । এসবের কারণে কার্তিক পালের নিয়োগ করা অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হল বলে রাজনৈতিক মহলের ধারণা ।

যদিও কালিয়াগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাঁদের কোনও কাজই ছিল না । বাড়তি লোক রেখে খরচের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পৌরবোর্ড ।

বিগত একবছর আগেই শেষ হয়ে যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরবোর্ডের মেয়াদ । রাজ্য সরকার তৃণমূল নেতা কার্তিক পালকে পৌরপ্রশাসক হিসেবে নিয়োগ করে । কার্তিকবাবু চেয়ারম্যান থাকাকালীন বেশকিছু যুবককে পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিলেন । এইসব অস্থায়ী কর্মীরা পৌরসভার অধীনে থাকা শ্মশানঘাট, পার্ক, অনুষ্ঠান ভবনসহ বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন । এদিকে পৌরপ্রশাসক কার্তিক পাল বিজেপিতে যোগদান করায় তাঁকে পৌরপ্রশাসকের পদ থেকে সরিয়ে দেয় রাজ্য প্রশাসন । শচীন সিংহরায় নামে একজনকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় । নতুন করে কয়েকজনকে পৌরবোর্ডের সদস্য মনোনীত করা হয় । সেই সঙ্গে পৌরবোর্ড পূর্বতন চেয়ারম্যান কার্তিক পালের নিয়োগ করা 30 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয় ।

আরও পড়ুন : তিনদিন মর্গে পড়ে বিজেপি কর্মীর মায়ের দেহ, ক্ষোভ দলের একাংশের

গত 4 মে পৌরবোর্ডের কার্যকরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস । আচমকা কাজ থেকে ছাঁটাই হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কালিয়াগঞ্জ পুরসভার ৩০ জন অস্থায়ী কর্মী ।

ABOUT THE AUTHOR

...view details