পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেশামুক্ত সমাজ গড়তে উদ্যোগী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় - Kaliaganj MLA Soumen Roy

হতাশাগ্রস্থ হয়ে নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ । নেশামুক্ত সমাজ তৈরির উদ্দেশ্যে এগিয়ে এলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । আজ রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায় আসেন তিনি । কথা বলেন নেশায় আসক্ত যুবক এবং গ্রামের বিভিন্ন পরিবারের সঙ্গে ।

নেশা মুক্ত সমাজ গড়তে এলাকা পরিদর্শনে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়
নেশা মুক্ত সমাজ গড়তে এলাকা পরিদর্শনে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

By

Published : Jun 4, 2021, 7:29 PM IST

Updated : Jun 4, 2021, 7:49 PM IST

রায়গঞ্জ, ৪ জুন: নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজ এলাকা পরিদর্শন করলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় । লকডাউনে কাজ হারিয়ে নেশায় আসক্ত রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার যুব সমাজ । অর্থের অভাবে বাড়ির জিনিসপত্র বিক্রি করে নেশা করছেন তাঁরা । ফলে চরম সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা ।

খবর সামনে আসতেই, আজ নোয়াপাড়া গ্রামে আসেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । নেশায় আসক্ত যুবকদের পাশাপাশি তিনি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন । এলাকা পরিদর্শনে এসে সৌমেন রায় বলেন, "বর্তমানে যুব সমাজ হতাশাগ্রস্ত হয়েই বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে । পুলিশ প্রশাসনই পারে এই নেশা বন্ধ করতে । যে ধরনের মাদক এই এলাকায় ছড়িয়ে পড়ছে তার উৎস খুজে বের করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে । তবেই এই সমাজ বাঁচবে নইলে বহু পরিবার চোখের সামনে নষ্ট হয়ে যাবে ।"

যুব সমাজকে এর থেকে সরে আসার আবেদন জানান তিনি । অভিভাবকদেরও কড়া হওয়ার অনুরোধ করেন । উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাবেন বিজেপি বিধায়ক । এলাকার যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিধায়ক এগিয়ে আসায় খুশি এলাকার অভিভাবকরা ।

Last Updated : Jun 4, 2021, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details