পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Murder Case: পুলিশের গুলিতে যুবকের মৃত্যু, বদলি কালিয়াগঞ্জ থানার আইসি - কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যু

কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ ৷ রায়গঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের মৃতের ভাই মৃনাল কান্তি বর্মনের। ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে ৷

Etv Bharat
কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু, অভিযোগ দায়ের

By

Published : Apr 28, 2023, 10:41 PM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল: কালিয়াগঞ্জে বিজেপির সক্রিয় কর্মীর মৃত্যুর ঘটনায় তোলপাড়া হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি ৷ সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন ৷ শুক্রবার পুলিশ সুপারের কাছে এই অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা । ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে ৷ বদলে আনা হয়েছে সুবলচন্দ্র ঘোষকে। এডিজি (আইন-শৃঙ্খলা) এই রদবদলের নির্দেশ জারি করেছেন।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ থানায় অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারে তৎপর হয় ৷ অভিযোগ, পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কালিগঞ্জ বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন ৷ তাঁর খোঁজে বুধবার গভীর রাতে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে যায় পুলিশ ৷ বিষ্ণু বর্মনকে না-পেয়ে তাঁর বাবা, বোন ও জামাইকে পুলিশ গাড়িতে তুললে বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ দু-রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: বাস প্রায় নেই, রাস্তাঘাট কার্যত ফাঁকা ; বিজেপির ডাকা বনধে প্রভাব রায়গঞ্জে

একটি গুলি মৃত্যুঞ্জয়ের বুকে লাগে। তড়িঘড়ি কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে । এই মৃত্যুর জন্য পুলিশ অফিসারকে দায়ী করা হয়েছে পরিবারের তরফে ৷ এরপরেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার মৃত্যুঞ্জয়ের অন্তিম সৎকার থাকায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানাতে পারেন নি। শুক্রবার সেই অভিযোগ জানানো হয়েছে ৷ তারপরেই এডিজি (আইন-শৃঙ্খলা) নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানার আইসিকে। তার বদলে আনা হয়েছে সুবলচন্দ্র ঘোষকে। শিলিগুড়ি জিআরপির ইন্সপেক্টর ছিলেন সুবলচন্দ্র ঘোষ। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে পাঠানো হয়েছে শিলিগুড়ি জিআরপিতে।

ABOUT THE AUTHOR

...view details