রায়গঞ্জ, 26 এপ্রিল:কালিয়াগঞ্জ কাণ্ডের জেরে আচমকা পুলিশের উপর চড়াও হয়েছে সাধারণ মানুষ ৷ মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পরেন পুলিশ কর্মীরা ৷ ঘটনায় পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে বুধবার তীব্র উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে এলাকা ৷ কিশোরীর দেহ রাস্তায় রেখে আন্দোলন করতে দেখা যায় গ্রামবাসীদের ৷ এরপর দেহ উদ্ধার করতে এসেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশকে ৷ কিশোরীর দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে ৷ সেই ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পর এবার পুলিশের উপর চড়াও হল সাধারণ মানুষ ৷ এমনকী পুলিশ কর্মীদের ব্যাপক মারধরও করা হয়েছে ৷ সামাজিক মাধ্যমে এই ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন পড়ে যায়। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।
ভিডিয়োতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়ে দুই সিভিক ভলেন্টিয়ার। তাঁদের তাড়া করলে সিভিক ভলেন্টিয়াররা একটি বাড়িতে ঢুকে পড়লেও আন্দোলনকারীদের হাত থেকে রেহাই পাননি তাঁরা। বাড়িতে ঢুকে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকী ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই দুই সিভিক ভলেন্টিয়ার প্রাণ বাঁচাতে হামলাকারীদের কাছে রীতিমতো হাত জোর করে ক্ষমাও চাইছে ৷ শুধু ক্ষমা চাওয়া নয়, প্রাণ বাঁচাতে কান ধরেও ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে তাঁদের। এরপরই আহত সিভিক ভলেন্টিয়ারদের ফেলে রেখে হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়।