রায়গঞ্জ, 25 অক্টোবর: মৌমাছির দেশে পাড়ি দিতে চান ? চাক্ষুস করতে চান মৌমাছিদের জীবনযাত্রা (Lifestyle of bees)? তাহলে যেতে হবে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)৷ রায়গঞ্জের সুহৃদ সংঘের এ বারের কালীপুজোর (Kali Puja 2022) থিম, মৌমাছি দেশ ৷
প্রতি বছরই বিভিন্ন ধরনের থিমের পুজো করে আসছে সুহৃদ সংঘ (Suhrid Sangha Puja Porikrama)। এ বার তাদের থিম বেশ অভিনব ৷ মৌমাছি দেশ । এ বছর সুহৃদ সংঘের কালীপুজো 72তম বর্ষে পা দিয়েছে । মৌমাছিদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এ বারের থিমের পুজোয় । মৌমাছিরা বন জঙ্গলে কীভাবে বসবাস করে, তারা কীভাবে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে - এ সব নিয়েই সাজানো হয়েছে গোটা পুজো মণ্ডপ ।