রায়গঞ্জ, 10 মে : কালবৈশাখীর ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে তছনছ হল চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রাম । প্রবল ঝড় আর বৃষ্টির কারণে রবিবার সকালে চাকুলিয়ার কালারাম, হাটওয়ার, মনোড়া ও গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি, সাহাপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি একাধিক গাছ ভেঙে পরে ।
রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় ৷ এরপরই শুরু প্রবল ঝড় আর বৃষ্টি । এই কালবৈশাখীর ঝড়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।