রায়গঞ্জ, 3 এপ্রিল : কোরোনা ভাইরাস নিয়ে নিজের কথা ও সুরে গান বেঁধে সচেতনতার প্রচার করছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপরিচিত বাউল শিল্পী বিনয়কৃষ্ণ মহন্ত। "যদি চাও কোরোনা থেকে বাঁচতে, থাকতে হবে নিজের ঘরে " এই বার্তা দিয়ে কালিয়াগঞ্জের গ্রামে গ্রামে ঘুরে নিজের বাউল গানের সুরে মানুষকে সচেতন করার কাজ করছেন বিনয়কৃষ্ণ মহন্ত।
"কোরোনা থেকে বাঁচতে, থাকতে হবে নিজের ঘরে " গানে সচেতনতা বাউলের - corona awareness
কোরোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গান বাঁধলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুপরিচিত বাউল শিল্পী বিনয়কৃষ্ণ মহন্ত ৷ কোরোনা সংক্রমণ রুখতে সরকারের উদ্যোগ সফল করে তুলতে বাউল গানের মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছেন তিনি ৷
কোরোনা মোকাবিলায় সরকারি উদ্যোগ সফল করে তুলতে বাউল গানের মাধ্যমে প্রচারের নিজ উদ্যোগ প্রসঙ্গে বিনয়বাবু জানান, ‘‘অচেনা এই অসুখ থেকে বাঁচতে নিয়ম মেনে চলতেই হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু মানুষ সঠিক ভাবে নিয়ম মেনে চলছেন না। এতে নিজের সঙ্গে অপরের বিপদ বাড়াচ্ছেন তাঁরা । ’’
শিল্পীর কথায়, ’’এই মানুষদের সচেতন করার লক্ষ্য নিয়ে পথে নেমেছি। বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো শিল্পীদের সন্মান ও মাসিক ভাতা দিচ্ছেন। শিল্পী হিসেবে আমি সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচারের সঙ্গে যুক্ত আছি। বর্তমানে যে অবস্থা চলছে তা দেখার পর আমি কোরোনা ও লক ডাউন নিয়ে সচেতনতামূলক গান বেঁধেছি। বাউল ও ভাওয়াইয়া গান বেঁধে কোরোনা নিয়ে সচেতনতা প্রচার করছি।’’