ইসলামপুর, 3 নভেম্বর : "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি ইসলামপুরকে জেলা ঘোষণা করুন", ইসলামপুরের 65তম জন্মদিনের শুভ মুহূর্তে এই দাবি জানালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী আবদুল করিম চৌধুরী । গতকাল ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহের সামনে 65 টি প্রদীপ জ্বালিয়ে ইসলামপুরের জন্মদিন পালন করেন আবদুল করিম চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মহকুমাশাসক সপ্তর্ষি নাগ-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা ।
এদিন ইসলামপুরের ইতিহাস সম্পর্কে প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী জানান, 65 বছর আগে প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পাঁচটা থানা নিয়ে ইসলামপুরকে বিহার থেকে আলাদা করে মহকুমা শহর বানিয়েছিলেন । তিনি বলেন, "এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি হওয়া উচিত যে, এই মহকুমার পাঁচটি বিধানসভার মানুষ 5 জন বিধায়ক দিয়েছেন, যাঁরা আপনার সরকারে আছেন । সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে ইসলামপুরকে জেলা করার দাবি রাখছি ।" আবদুল করিম চৌধুরী বলেন, "ইসলামপুরকে জেলা ঘোষণার দাবিতে আমরা এই পাঁচটি থানার মানুষ, বিধায়করা মিলে মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেব ।"