রায়গঞ্জ, 25 অগাস্ট : এই স্কুলেই একসময় শিক্ষকতা করেছিলেন তাঁরা । ছাত্রও ছিলেন ওই স্কুলের । রাজ্যের সেরা স্কুলের শিরোপা মিলেছে সেই ইসলামপুর হাইস্কুলের । এহেন সাফল্যে আপ্লুত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল । স্কুলের সাফল্যে তাঁরা গর্বিত ও আনন্দিত । সেই আনন্দ অন্যান্য প্রাক্তন ছাত্র, শিক্ষক শিক্ষিকা ও স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে আজ পৌঁছান স্কুলের পাঠভবনে । পাশাপাশি তাঁরা স্কুলের নানাবিধ সমস্যা দূরীকরণেও উদ্যোগী হন ।
রাজ্যের সেরা স্কুলের শিরোপা, সাফল্যে আপ্লুত গোলাম রব্বানি ও কানহাইয়ালাল - Islampur school
শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নের কারণে রাজ্যের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে । আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য শিক্ষা দপ্তর ।
সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নের কারণে রাজ্যের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে । আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য শিক্ষা দপ্তর । সেরার শিরোপা সম্মান প্রাপ্তির খবর পেয়ে স্কুলে আসেন দুই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানি ও কানহাইয়ালাল আগরওয়াল । গোলাম রব্বানি রাজ্যের মন্ত্রী এবং কানহাইয়ালাল আগরওয়াল ইসলামপুর পৌরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান । বর্তমানে তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি । দু'জনেই ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র । পরে তাঁরা শিক্ষকতাও করেছেন ।