ইসলামপুর, 12 এপ্রিল : এবার ড্রোন উড়িয়ে লকডাউন কেমন চলছে তার উপর নজরদারি চালাচ্ছে ইসলামপুর জেলা পুলিশ । জেলা পুলিশের অন্তর্ভুক্ত পৌরসভা এলাকাগুলির উপর বর্তমানে এই নজরদারি চালানো হচ্ছে । কোথাও লকডাউন ভেঙে অযথা ভিড় করলেই, ব্যবস্থা নিতে এই ড্রোনের ছবি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা ।
ড্রোন উড়িয়ে লকডাউনে নজরদারি ইসলামপুর জেলা পুলিশের - ইসলামপুর
লকডাউন সফল করতে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের ।
আজ সকাল থেকেই ইসলামপুর শহর ও তার আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি শুরু করেছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন সফল করার উদ্দেশেই এই উদ্যোগ পুলিশের । কোথাও ভিড় নজরে এলেই পুলিশ ফোর্স সেখানে পৌঁছে তা সরিয়ে দেবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । গতকাল ডালখোলা পৌরসভা এলাকায় একইভাবে ড্রোন উড়িয়ে লকডাউন কেমন চলছে তার নজরদারি চালায় পুলিশ । সমস্যা নজরে এলেই দ্রুত ব্যবস্থা নিতেও দেখা গিয়েছে পুলিশের তরফে। তবে লকডাউন মেনে চলে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং সমাজকে বাঁচানোর জন্য মানুষকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন ইসলামপুর জেলা পুলিশের কর্তারা।
এবিষয়ে পুলিশ সুপার শচিন মক্কর বলেন, " এলাকার প্রতিটি জায়গায় আমরা ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছি । কোনওভাবেই লকডাউন ভেঙে অযথা ভিড় করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতেই আমাদের কন্ট্রোলরুম থেকে এই ড্রোন চালনা করা হচ্ছে । লকডাউন উপেক্ষা করে কোনও ধরনের সমস্যা হলে অবশ্যই পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে ।"