পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সচেতনতায় মনীষীদের মূর্তিতে মাস্ক পরাল ইসলামপুর পৌরসভা - মানুষকে সচেতন করতে মণিষীদের মুখে মাস্ক পরালো ইসলামপুর পৌরসভা

মাস্ক পরছে না অনেকে । তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে এবার অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা । মনীষীদের মূর্তিতে পরানো হল মাস্ক ।

Mask put on the statue of the Monks
মূর্তিতে পরানো হয়েছে মাস্ক

By

Published : May 8, 2020, 11:07 AM IST

ইসলামপুর, 8 মে : লকডাউনের তৃতীয় দফাতেও অসচেতন মানুষ । সরকারি বিধিনিষেধ অমান্য করেই রাস্তায় বেরোচ্ছে মানুষ । মানছে না সামাজিক দূরত্ব । মাস্কও পরছে না অনেকে । তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে এবার অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা । মনীষীদের মূর্তিতে পরানো হল মাস্ক ।

প্রশাসনের তরফে বার বার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি । সামাজিক দূরত্ব অমান্য করেই বাজারে ভিড় করছে মানুষ । বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও মাস্ক পরছে না । তাই মানুষকে সচেতন করতে এবার এলাকায় থাকা মনীষীদের মূর্তিতে মাস্ক পরাল ইসলামপুর পৌরসভা ।

এই বিষয়ে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল বলেন, "কোরোনা রোধে মাস্ক পরা বাধ্যতামূলক । তাই মনীষীদের মুখে মাস্ক পরিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details