রায়গঞ্জ, 18 জুন: ইসলামপুর ব্লকে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মদতে বহু পঞ্চায়েত সংসদ, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে নির্দল প্রার্থীদের মনোনয়ন জমা পড়েছে ৷ ওই প্রার্থীরা মূলত তৃণমূলেরই নেতা ও কর্মী ৷ কিন্তু, এমন প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷ কিন্তু, তাতে আমল দিচ্ছেন না ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী ৷ পালটা তিনি জানিয়েছেন, ইসলামপুরে তাঁর হয়ে যাঁরা প্রচার করেছিলেন, সেই সৎ নেতাদের পাশে তিনি দাঁড়াবেন ৷ আর এই ইস্যুতে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল ৷
আব্দুল করিম চৌধুরী সাফ জানিয়েছেন, তিনি শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারিতে ভয় পান না ৷ গত রবিবার তিনি যাঁদের নির্দল হিসেবে প্রার্থী করেছেন ৷ তাঁদের হয়ে প্রচারে নামবেন ৷ তবে, তৃণমূলের চিহ্নে যাঁরা লড়ছেন তাঁদের হয়ে প্রচার করবেন না ৷ এমনকি তাঁদের বিরুদ্ধেও কথা বলবেন না ৷ কিন্তু, 2021 বিধানসভা নির্বাচনে তাঁকে যাঁরা জিততে সাহায্য করেছিলেন, তাঁদের পাশে থাকবেন ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক ৷ তিনি এও অভিযোগ করেছেন, শীর্ষ নেতৃত্বের কাছে সৎ এবং কর্মঠ ব্যক্তিদের নাম পঞ্চায়েতের ত্রিস্তরে প্রার্থী করার জন্য পাঠিয়েছিলেন তিনি ৷ কিন্তু, সেই তালিকা বাতিল করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির চাকরে পরিণত করতে চাইছে বিরোধীরা, তোপ কল্যাণের