পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"মৃত্যুর আগে পর্যন্ত ভুলব না", বলছেন দাড়িভিটে গুলিবিদ্ধ পড়ুয়ার মা

পুলিশ আমাকে গুলি করল, ভুলতে পারিনি, বলছে দাড়িভিটের সেই ছাত্র ৷

"মৃত্যুর আগে পর্যন্ত ভুলব না", বলছেন দাড়িভিটে গুলিবিদ্ধ পড়ুয়ার মা

By

Published : Sep 20, 2019, 4:46 PM IST

ইসলামপুর, 20 সেপ্টেম্বর : ছেলে বেঁচে ফিরে এসেছে । পুরোপুরি সুস্থ না হলেও দুর্গাপূজার পর আরও একটি অস্ত্রোপচারের পর বেশি অসুবিধে হওয়ার কথা নয় । তবু গত বছরের 20 সেপ্টেম্বরের অভিশপ্ত দিনটিতে পায়ে গুলি লাগা অবস্থায় ছেলের আর্তনাদ ভুলতে পারেননি বিপ্লব সরকারের মা সরস্বতী সরকার । এক বছর আগের সেই দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎই চোখে জল তাঁর ।

গত বছর শিক্ষক নিয়োগের দাবিতে দাড়িভিটের পড়ুয়াদের আন্দোলনে সামিল হয়েছিল বিপ্লব সরকার । অন্য দুই নিহত ছাত্রের সঙ্গে তাঁর পায়ে গুলি লেগেছিল । ছোটো থেকেই দৃঢ় মানসিকতার ছেলে বিপ্লব হাসপাতালে যাওয়ার পথে তাঁর মাকে বলেছিলেন,"মা তুমি চিন্তা করো না । আমি সুস্থ হয়ে ফিরব ৷" ছেলের কথাতে আশ্বস্ত হয়েছিলেন মা । দাড়িভিট কাণ্ডের এক বছরে দাঁড়িয়ে সেদিনের কথা ভাবলে এখনও কেঁপে ওঠেন সরস্বতী দেবী ।

ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''মৃত্যুর আগে পর্যন্ত ওই দিনটি আমি ভুলতে পারব না । ছেলেরা আন্দোলন করছেন শুনে মাঠে গিয়েছিলাম । পুলিশ বের করে দিয়েছিল । কিছুক্ষণ বাদেই শুনি রাজেশের গুলি লেগেছে । আমি দ্রুত সেখানে পৌঁছে দেখি আমার ছেলে বিপ্লবকেও গাড়ি করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । আমি পাগলের মতো ওর কাছে যেতেই আমার হাত ধরে ও বলে আমার কিছু হবে না মা । আমি ভালো হয়ে যাব ।''

দাড়িভিট কাণ্ডের এক বছরে দাঁড়িয়ে সেদিনের কথা ভাবলে এখনও কেঁপে ওঠেন সরস্বতী দেবী ।

সরস্বতী দেবীর কথায়, ''শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি হয়ে সে আমায় প্রশ্ন করেছিল, মা আমার চিকিৎসার টাকা তোমরা জোগাড় করবে কীভাবে?''

বিপ্লবকে তাড়া করে দুঃসহ সেই স্মৃতি । তিনি বলেন,''আমাকে ও আমার দুই প্রাক্তন স্কুলের দাদাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল । তাঁরা মৃত্যুবরণ করেন । কিন্তু আজও আমি সুস্থ রয়েছি । পুজোর পর আমার পায়ে ফের অস্ত্রোপচার করা হবে । খেলতে খুব ভালোবাসতাম । এখন আর খেলতে পারি না । খুব কষ্ট হয় । তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সাহায্য না পেলে হয়তো আমিও মরেই যেতাম । ওই দিনের কথা মনে পড়লে আজও আতঙ্কিত হয়ে যাই । আমাদের উপর পুলিশ যে গুলি চালাতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি । আমি ওই দিনের ঘটনা জীবনে ভুলব না ।''

ABOUT THE AUTHOR

...view details