রায়গঞ্জ, 3 মে : বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মদন মোহন দাস ও হরেকৃষ্ণ ঘোষ। দুজনেরই বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। তাদের কাছে থেকে নগদ 79,110 টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রায়গঞ্জে IPL-বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার দুই - north dinajpur
IPL-এর বেটিং চক্র চালানোর অপরাধে সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ ।
কিছুদিন ধরে রায়গঞ্জ শহর ও শহরতলির একাংশে বেটিং চক্রীরা সক্রিয় হয়ে উঠছিল বলে রায়গঞ্জ থানায় অভিযোগ জমা পড়ে । সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযান চালায় পুলিশ। শহরের দেবীনগর এলাকায় এক গোপন আস্তানায় হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার হয় ।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, IPL বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করা হচ্ছে।