রায়গঞ্জ, 10 জুন : করোনা আবহে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধের জেরে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত যাত্রী পরিবহণ ব্যবস্থা । কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশো পরিবহণ কর্মী । এই কঠিন সময়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যাত্রী পরিবহণের সঙ্গে জড়িত কর্মীদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে গেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) ।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে প্রায় 300 জন কর্মীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷ এদিনের এই খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য অসীম ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সজল সাহা সহ জেলার শীর্ষ নেতৃত্বরা ।