পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউভাতের মেনুকার্ডে CAA-র সমর্থনে প্রচার নবদম্পতির - CAA

এ বিষয়ে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "নতুন নাগরিকত্ব আইন (CAA) সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন । বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না ।"

মেনুকার্ড, CAA সমর্থনে প্রচার
বউভাতের মেনুকার্ডে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার নবদম্পতির

By

Published : Feb 6, 2020, 11:43 PM IST

রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার বউভাত অনুষ্ঠানের মেনু কার্ডে ৷ মেনু কার্ডের নিচে লেখা "নাগরিকত্ব আইনকে স্বাগতম ৷ (কাগজ) আমরা লুকাবো না ৷ "

সোমবার বিয়ে হয় রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা পার্থসারথি ভৌমিকের সঙ্গে এলাকারই বাসিন্দা ঝুমা হালদারের ৷ বুধবার ছিল বউভাতের অনুষ্ঠান ৷ সেখানে মেনুকার্ডে নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার চালান তাঁরা ৷ নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, দলের রায়গঞ্জ শহর কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ পুস্তিসহ BJP-র অনেক নেতা-কর্মীরা । যদিও BJP সূত্রে খবর, পার্থ ও ঝুমা অবশ্য তাদের দলের নেতা, কর্মী বা সদস্য নন ।

এ বিষয়ে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "নতুন নাগরিকত্ব আইন সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন । বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না । পার্থ ও ঝুমার বউভাতের ভোজের মেনুকার্ড তা স্পষ্ট । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । "

ABOUT THE AUTHOR

...view details