পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়ের সামনে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ - মেয়ের সামনেই স্বামীর হাতে খুন স্ত্রী

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামে। অভিযুক্ত স্বামী পলাতক ৷

In Raiganj wife was killed by her husband
রায়গঞ্জে

By

Published : Sep 8, 2020, 3:09 PM IST

Updated : Sep 8, 2020, 4:43 PM IST

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : মেয়ের সামনেই স্ত্রীকে মাথায় বাঁশ দিয়ে মেরে খুন করল ব্যক্তি। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম কামনা শিকদার (30)। খবর পেয়েই ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্ত স্বামী সুজন শিকদার পলাতক ৷

রায়গঞ্জে মেয়ের সামনে স্ত্রীকে খুন করল ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপানসহ নানা ধরনের নেশায় আসক্ত অভিযুক্ত স্বামী । নেশা করে এসে বাড়িতে অশান্তি করত পেশায় সেলুন কর্মী সুজন শিকদার। অভিযোগ, স্ত্রী বাধা দিলে তাঁকে মারধর করা হত। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কাজ থেকে ফিরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে ভাত দিতে বলে সুজন। স্ত্রী কামনা শিকদার সেই সময় অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সবে ফিরেছেন। তিনি স্বামীকে একটু অপেক্ষা করতে বললে রেগে যায় সুজন। ক্লাস ফাইভের ছাত্রী বড় মেয়ে অনামিকা বাবাকে খেতে দিতে চাইলেও মানা করে দেয় ৷ এরপরই বাঁশ নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে সুজন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কামনা শিকদার । কিছুক্ষণের মধ্যে মেয়ের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে মা ৷

মেয়ের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ এদিকে, ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী সুজন শিকদার। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷

Last Updated : Sep 8, 2020, 4:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details