পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CAA ও NRC-র প্রতিবাদে রায়গঞ্জে কীর্তন-কালেমা পাঠ তৃণমূলের - রায়গঞ্জ

হরিনাম সংকীর্তন এবং মুসলমানদের কালেমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস । জেলা নেতৃত্বের দাবি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে BJP ৷ তাই এই অভিনব প্রতিবাদ ।

doing kirtan to protest
হরিনাম সংকীর্তন করল তৃণমূল

By

Published : Dec 23, 2019, 10:42 PM IST

রায়গঞ্জ, 23 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ সভা হয় । হরিনাম সংকীর্তন এবং মুসলমানদের কালেমা পাঠ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস । জেলা নেতৃত্বের দাবি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে চাইছে BJP ৷ তাই এই অভিনব প্রতিবাদ । প্রতিবাদ সভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ৷ তারা জানায়, ঝাড়খণ্ডের নির্বাচনে আজকের ফলাফল BJP-র বিদায়ের ইঙ্গিত দিচ্ছে ।

সোমবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় তৃণমূল কংগ্রেস আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে । মহকুমার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকেরা এই সভায় যোগ দেয় ৷ সভার শুরুতে হরিনাম সংকীর্তন এবং কালেমা পাঠ করা হয় । এ ছাড়াও আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে । প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, সহ-সভাপতি অরিন্দম সরকারসহ একাধিক নেতা ।

আজ সভাশেষে কানাইয়াবাবু বলেন, "CAA এবং NRC-র জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে BJP ৷ তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন-কালেমা পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি ৷" তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন, সাধারণ মানুষ BJP-কে বিশ্বাস করছে না ৷ আজ ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফলেই তা প্রমাণ মিলেছে ৷ এমন কী BJP-কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, BJP-র এমনই ঘণ্টা বেজে যাবে ৷ মানুষই বাজিয়ে দেবে ৷

ABOUT THE AUTHOR

...view details