রায়গঞ্জ, 8 অগাস্ট : রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকদের তদন্তে প্রকাশ্যে এল রান্নার গ্যাসের অবৈধ রমরমা কারবার ৷ কালিয়াগঞ্জ থেকে গ্রেপ্তার ইমাজউদ্দিন সরকার নামে এক ব্যবসায়ী । তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 50টির বেশি ভরতি গ্যাস সিলিন্ডার । সরকারি ভরতুকির পাশাপাশি অবৈধভাবে অত্যাধিক মূল্য নিয়ে ওই ব্যক্তি গ্যাসের কারবার করত বলে অভিযোগ ।
কালিয়াগঞ্জে অবৈধ রান্নার গ্যাসের কারবার, পুলিশের অভিযানে গ্রেপ্তার 1 - Raiganj News
পুলিশ সূত্রে খবর, ধৃত ইমাজউদ্দিন সরকার নিজের কার্ড ছাড়াও অন্যান্য মানুষের নামে 50 টিরও বেশি নকল গ্যাসের কার্ড তৈরি করেছিল । সেই কার্ডের মাধ্যমে বিভিন্ন গ্যাসের ডিলারদের কাছ থেকে সিলিন্ডার নিজের বাড়িতে মজুদ করত । সরকারি ভরতুকির টাকা পাওয়ার পাশাপাশি একই সিলিন্ডার 600 থেকে 800 টাকা দরে বিক্রি করত সে ।
পুলিশ সূত্রে খবর, ইমাজউদ্দিন নিজের কার্ড ছাড়াও আরও অন্যান্য মানুষের নামে 50 টিরও বেশি নকল গ্যাসের কার্ড তৈরি করেছিল । সেই কার্ডের মাধ্যমে বিভিন্ন গ্যাসের ডিলারদের কাছ থেকে সিলিন্ডার নিজের বাড়িতে মজুদ করত । সরকারি ভরতুকির টাকা পাওয়ার পাশাপাশি একই সিলিন্ডার 600 থেকে 800 টাকা দরে বিক্রি করত সে । এছাড়াও ছোট গ্যাসের সিলিন্ডারগুলি বাড়তি দামে বিক্রি করত ইমাজউদ্দিন । দীর্ঘদিন ধরে লুকিয়ে চুরিয়ে ব্যবসা করলেও কোনভাবেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না । শেষ পর্যন্ত গোপন সূত্র মারফত পুলিশ ইমাজউদ্দিনের খোঁজ পায় ৷ তাঁর বাড়িতে অভিযান চালাতে গিয়ে এত বিশাল পরিমাণে গ্যাসের সিলিন্ডার মজুদ করা দেখে রীতিমতো চমকে যায় তদন্তকারীরা । তাঁকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ ৷
এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, "আমরা গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জে ইমাজউদ্দিন সরকারের বাড়ীতে অভিযান চালাই । 50টির বেশি ভরতি গ্যাস সিলিন্ডার পেয়েছি ৷ অবৈধভাবে এই রান্নার গ্যাসের কারবার চালাত সে । তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । এই চক্রের পেছনে আর কে কে রয়েছে তা আমরা খুঁজে দেখছি ।"