পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 22, 2020, 5:31 AM IST

ETV Bharat / state

রায়গঞ্জে ফের বেআইনি অস্ত্র উদ্ধার , গ্রেপ্তার 2

গোপন সূত্রে খবর পেয়ে , শুক্রবার গভীর রাতে রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ সেখানেই অস্ত্র ও কার্তুজসহ ওই দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম মহম্মদ ইসাক এবং নাজির আলি ৷ বাড়ি বিহারের কাটিহার এলাকায় ৷ পুলিশের অনুমান , ধৃত দুষ্কৃতীরা অস্ত্র বিক্রি করতে এসেছিল ৷

Illegal Arms recovered at Raigaunj
বেআইনি অস্ত্র উদ্ধার

রায়গঞ্জ, 22 মার্চ : ফের অস্ত্র উদ্ধার রায়গঞ্জে । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷ কাল তাদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে, বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷

গোপন সূত্রে খবর পেয়ে , শুক্রবার গভীর রাতে রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ সেখানেই অস্ত্র ও কার্তুজসহ ওই দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম মহম্মদ ইসাক এবং নাজির আলি ৷ বাড়ি বিহারের কাটিহার এলাকায় ৷ পুলিশের অনুমান , ধৃত দুষ্কৃতীরা অস্ত্র বিক্রি করতে এসেছিল ৷ যদিও পুলিশের কাছে আগাম খবর থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি ৷ তারা অস্ত্র নিয়ে কী উদ্দেশ্য সাধন করতে চাইছিল , বা কাকে বিক্রি করতে চাইছিল , সে বিষয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷

এর আগেও রায়গঞ্জে অস্ত্র পাচারের খবর পাওয়া গিয়েছিল ৷ পুলিশের তৎপরতায় তা কমে গেলেও সন্দেহ একটা থেকেই গিয়েছিল ৷ ফলে নতুন করে অস্ত্র পাচার চক্রের সদস্যরা সক্রিয় হয়েছে কি না তা নিয়ে জেলা পুলিশের মধ্যে যথেষ্ট জল্পনা চলছিল ৷ আর নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় , রায়গঞ্জে অস্ত্র চোরাকারবারিদের অস্তিত্ব যে পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়নি , সে বিষয়েও অনেকটা নিশ্চিত ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details