পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগের ছাড়পত্র দিল ICMR - Raigunj medical college and hospital

আট দিনের টালবাহানার পর অবশেষে আজ ICMR -র তরফ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাইরোলজি বিভাগ খোলার অনুমতি মিলল।

Raigunj medical college and hospital
Raigunj medical college and hospital

By

Published : Jun 23, 2020, 8:59 PM IST

রায়গঞ্জ, 23জুন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রায়গঞ্জ মেডিকেল কলেজের rt-pcr ল্যাবের অনুমতি দিল ICMR। গত 15 জুন এই ল্যাবটি খোলার কথা থাকলেও নানা ধরনের ছাড়পত্র আটকে থাকায় প্রায় আট দিন বাদে ল্যাবের অনুমতি মিলল।

এতদিন লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগৃহীত স্যাম্পল গুলি মালদা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠাতে হতো। রায়গঞ্জ হাসপাতালে ভাইরোলজি বিভাগ খোলায় এবার থেকে জেলার সমস্ত নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হবে। আজ ল্যাবের ছাড়পত্র মিললেও এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। লালা রস পরীক্ষার জন্য নাইসেড থেকে কিট আনা বাকি, এর জন্য ছাড়পত্রের আবেদন করেছে রায়গঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত ছাড়পত্র পাওয়ার আশা করছেন তারা।

রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, প্রতিদিন 200 টি লালা রসের নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে । এতদিন পর্যন্ত মালদা এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে লালারস পরীক্ষার জন্য পাঠানো হতো । ফলে ওই দুই মেডিকেল কলেজে বাড়তি চাপ পড়ছিল। রিপোর্ট আসতেও বেশ কয়েকদিন সময় লেগে যেত । অনেক সময় দেখা গিয়েছে লালা রস নেওয়ার 15 দিন বাদে রিপোর্ট এসেছে। যার ফলে আক্রান্ত রোগীদের সঠিকভাবে চিহ্নিতকরণ করে চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে সমস্যা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর থেকেই স্থানীয় জেলা প্রশাসন এবং রাজ্য সরকার দফায় দফায় বৈঠক করে এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগ শুরু করার চিন্তাভাবনা করা হয় ।

এরপরই মেডিকেল কলেজ প্রাঙ্গণে ভাইরোলজি বিভাগ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়। ল্যাবে কাজ করার জন্য একজন বৈজ্ঞানিক সহ পাঁচ জনকে নিয়োগ করা হয় । মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, 15 জুনের আগেই ল্যাবটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল। তবে এরমধ্যে বেশ কিছু ত্রুটির কথা তুলে ধরেছিল ICMR । এরপর পাঁচবার বিভিন্ন ত্রুটি সংশোধন করে সেগুলো অনুমোদনের জন্য ICMR এর কাছে পাঠানো হয়। গত সোমবার শেষ অনুমোদনের চিঠি পাঠানো হয়েছিল। আজ দুপুরে অবশেষে অনুমোদন মেলে ICMR-র তরফ থেকে ।

রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, "আজ দুপুরেই আমরা ভাইরোলজি বিভাগের জন্য ICMR এর অনুমোদন পেয়েছি । বেশ কয়েকটি ত্রুটির কথা তারা জানিয়েছিলেন । সেই ত্রুটিগুলো সংশোধন করার পরেই এই অনুমোদন দেওয়া হয়েছে। লালা রস পরীক্ষার কিট চলে আসার পরেই আমরা দ্রুত এই ল্যাবটি চালু করতে পারব ।এখন থেকে উত্তর দিনাজপুর জেলার কোরোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details