রায়গঞ্জ, ১৮ নভেম্বর : ধারালো অস্ত্র দিয়ে যুবতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ৷ মৃতার নাম রুমা দাস (30) ৷ ঘটনাটি করনদিঘি থানার আলতাপুর গ্রামের ৷ অভিযুক্ত মনেস দাসকে গ্রেপ্তার করেছে করনদিঘি থানার পুলিশ ৷
ধারালো অস্ত্র দিয়ে যুবতিকে কুপিয়ে খুন, গ্রেপ্তার স্বামী - রায়গঞ্জ খুনের ঘটনা
রায়গঞ্জে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
করনদিঘি থানার আলতাপুর গ্রামের বাসিন্দা মনেসের সঙ্গে প্রায় বারো বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা রুমার বিয়ে হয় । তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । অভিযোগ, রুমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মনেস । সোমবার সকালে রুমাকে মনের ধারালো অস্ত্র দিয়ে কোপায় । খবর পেয়ে প্রতিবেশীরা করনদিঘি থানায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । গ্রেপ্তার করা হয় মনেসকে ৷
কী কারণে রুমাকে খুন করা হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ । মনেসের উপযুক্ত শাস্তির দাবি করেছেন রুমার দাদা জনার্দন সরকার ।