পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাকে বিষ খাইয়ে খুন; শওহরের যাবজ্জীবন, 10 বছরের কারাদণ্ড শ্বশুরের - রায়গঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর কারাদণ্ড ও 10 বছরের কারাদণ্ড শ্বশুরের

2011 সালে মুক্তার বিবিকে বিষ খাইয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা ৷ মেয়ে খুন হওয়ার পরই জামাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন মুক্তারের আম্মি মাজেরা বিবি ৷ আজ এই মামলার রায় ঘোষণা করল আদালত ৷ মুক্তারের শওহর সাহেবজান আলির যাবজ্জীবন ও শ্বশুর মঞ্জু শেখ 10 বছর কারাদণ্ড ঘোষণা করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালত ৷

রায়গঞ্জ

By

Published : Sep 9, 2019, 10:44 PM IST

Updated : Sep 9, 2019, 11:00 PM IST

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর : মহিলাকে বিষ খাইয়ে খুন করায় শওহরের যাবজ্জীবন ও শ্বশুরের 10 বছর কারাদণ্ড ঘোষণা করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালত ৷ আজ এই সাজা ঘোষণা করেন ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বিনয় কুমার পাঠক ৷

সাল 2009 ৷ করণদিঘির বাসিন্দা মুক্তার বিবির সঙ্গে রাঘবপুরের ঝাঙ্গিটলার বাসিন্দা সাহেবজান আলির নিকাহ হয় ৷ অভিযোগ, নিকাহর পর থেকেই পণের জন্য মুক্তারকে চাপ দিতে শুরু করে সাহেব ও তার পরিবারের সদস্যরা৷ দিন বাড়ার সঙ্গে সঙ্গে অত্যাচারের পরিমাণও বাড়তে শুরু করে ৷ তারা মুক্তারের আব্বার বাড়ি থেকে 50 হাজার টাকা ও একটি মোটর বাইক দাবি করে ৷ কিন্তু, মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের ইচ্ছাপূরণ করতে পারেননি মুক্তারের আম্মি মাজেরা বিবি ৷ তাই বাড়তে শুরু করে শারীরিক অত্যাচারের পরিমাণও ৷ অবশেষে 2011 সালে মুক্তারকে বিষ খাইয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ৷

ভিডিয়োয় শুনুন মাজেরা বিবির বক্তব্য

মেয়ে খুন হওয়ার পরই জামাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন মাজেরা বিবি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে সাহেব ও তাঁর পরিরবারে সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ । এতদিন মামলা চলার পর আজ এই মামলার সাজা ঘোষণা করে আদালত ৷ সাহেব ও তার আব্বা ছাড়া বাকি সাহেবের বোন, আম্মি ও ভাসুরকে বেকসুর খালাস করে আদালত ৷

মাজেরা বিবি বলেন, "50 হাজার টাকা ও মোটর বাইকের জন্য ওরা আমার মেয়েকে খুন করেছিল ৷ আজ তাদের সাজা ঘোষণা হল ৷ আমি খুব খুশি ।" ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মহম্মদ জামালউদ্দিন বলেন, "বিবিকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করায় আজ সাহেবজান আলিকে যাবজ্জীবন ও মজনু শেখের 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিচারক বিনয় কুমার ৷ 2011 সাল থেকে চলছিল মামলাটি ৷"

Last Updated : Sep 9, 2019, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details