রায়গঞ্জ,12 মে : নার্সিং ট্রেনিং-এর সময় অগ্নিকে সাক্ষী রেখে সপথ নিয়েছিলেন নিজের কর্তব্যে অবিচল থাকবেন ৷ নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞা দৃঢ় সংকল্পের সঙ্গে পালন করে চলেছেন রায়গঞ্জের নার্স সুচিত্রা গুহ । বাড়িতে ক্যানসার আক্রান্ত স্বামী, একরত্তি মেয়ে । সবকিছু সামলে নিজের কর্তব্যে অবিচল রায়গঞ্জ পৌরসভা মাতৃ সদন হাসপাতালে চুক্তিভিত্তিক ANM নার্স সুচিত্রা ৷ চলছে লকডাউন ৷ রোজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোরোনা সংক্রমণের খবর আসছে ৷ ইতি মধ্যেই কয়েকজন প্রসূতির শরীরে কোরোনা সংক্রমণ ও দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে বাড়়তি চাপ কলকাতা থেকে জেলার প্রতিটি হাসপাতালে ৷ যে কোনও মুহূর্তে সংক্রমণের ভয় ৷ কিন্তু তা সত্ত্বেও পিছিয়ে যাননি ৷ বরং এখন অসুস্থ রোগীদের সুস্থ করে তোলায় সুচিত্রার জীবনের মূলমন্ত্র । যদিও 2008 সাল থেকে মানুষের সেবায় নিজেকে মগ্ন রেখেছেন তিনি ।
কাজ, সংসার দুটোই একসঙ্গে দই হাতে ভালই সামলাচ্ছিলেন সুচিত্রা ৷ কিন্তু অন্ধকার কখনও বলে কয়ে আসে না ৷ 2014 সালে সুচিত্রার স্বামী রণজিতের ফুসফুসের ক্যানসারে ধরা পড়ে । এরপর থেকে পুরোপুরি বাড়িতেই থাকেন তিনি । বর্তমানে কলকাতা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । নিয়মিত কেমোথেরাপি নিতে হয় তাঁকে । যদিও লকডাউনে জেরে বর্তমানে বন্ধ রয়েছে থেরাপি । দিনের বেশিরভাগ সময়টাই বাবার সেবাই কাটে সুচিত্রা ও রণজিতের দশ বছরের মেয়ে মুন্নির ।