রায়গঞ্জ, 11 জুলাই : গৃহবধূকে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি গ্রামে । মৃতা গৃহবধূর নাম মিনতি দাস (25) । ঘটনায় স্বামী সাধন দাস ও শাশুড়ি মমতা দাসকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
বছর ছয় আগে রায়গঞ্জ থানা এলাকার মিনতি দাসের সঙ্গে বিয়ে হয় মালদার চাঁচলের বাকিপুর গ্রামের বাসিন্দা সাধন দাসের । তাঁদের চার বছর ও তিন মাসের দুই মেয়েও রয়েছে ৷ মিনতির বাপের বাড়ির তরফে অভিযোগ, বিয়ের দেড় বছর যেতে না যেতেই এক লাখ টাকা পণের দাবিতে মিনতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী সাধন-সহ শ্বশুরবাড়ি লোকেরা । বাবার কাছ থেকে এক লাখ টাকা আনার জন্য মিনতিকে চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা ৷
মেয়ের উপর অত্যাচার বন্ধ করতে দু'দফায় ত্রিশ হাজার টাকা পাঠান মিনতির বাবা ৷ কিন্তু তার পরও পুরো এক লাখ টাকা না পাওয়ায় তাঁর উপর অকথ্য অত্যাচার ও মারধর শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ি লোকেরা ৷ এই কারণে দুই মেয়েকে নিয়ে গত এক মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন মিনতি । চলতি মাসের 8 তারিখে স্বামী সাধন দাস-সহ ভাসুর সদা দাস ও জা এসে মিনতিকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । মিনতির চিৎকার শুনে প্রতিবেশীদের আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ।