পশ্চিমবঙ্গ

west bengal

Har Ghar Tiranga হর ঘর তিরঙ্গার প্রচারে রায়গঞ্জে রেকর্ড তেরঙা বিক্রি

By

Published : Aug 14, 2022, 3:31 PM IST

অন্যান্যবারের তুলনায় এবছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার চাহিদা বেশি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হর ঘর তিরঙ্গা কর্মসূচির ডাকে দেদার বিকোচ্ছে জাতীয় পতাকা(Har Ghar Tiranga)৷ জোগান দিতে হিমসিম খাচ্ছেন ব্যবসায়ীরা ৷ এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷

raiganj
হর ঘর তিরঙ্গার প্রচারে রায়গঞ্জে রেকর্ড বিক্রি তেরঙার

রায়গঞ্জ, 14 অগস্ট: স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব' । শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশজুড়ে প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা লাগিয়ে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই মহান কর্মসূচিতে দেশবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন তিনি ৷ আর এর জেরেই এবারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হুহু করে বেড়েছে জাতীয় পতাকার বিক্রি (huge sell of national flag due to har ghar tiranga campaign at raiganj)। পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জও ৷

শহরের বিভিন্ন বাজার আর দোকানপাটে জাতীয় পতাকা কেনার ধুম লক্ষ্য করার মতো। ছোট থেকে বড়, সব ধরনের পতাকার চাহিদা রয়েছে সেখানে ৷ সকলেই পতাকা কিনতে দোকানমুখী ৷ ক্রেতারা জানাচ্ছেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্যই ক্রেতারা স্বাধীনতা দিবসের আগে থেকেই পতাকা কিনছেন ৷ শুধু বাড়িতে নয়, বাইক-সাইকেল সবেতেই তেরঙা লাগাচ্ছে মানুষ ৷

হর ঘর তিরঙ্গার প্রচারে রায়গঞ্জে রেকর্ড বিক্রি তেরঙার

আরও পড়ুন :তাপি নদীতে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি পালন, দেখুন ভিডিয়ো

জাতীয় পতাকার এই রেকর্ড বিক্রি নিয়ে রায়গঞ্জ শহরের এক পতাকা ব্যবসায়ী কৌশিক দাস বলেন, "গত বছরের তুলনায় এবার রেকর্ড হারে বিক্রি বেড়েছে তেরঙার ৷ শুধু পতাকা নয়, জাতীয় পতাকার পাশপাশি তেরঙা ব্যাজ, রিস্ট ব্যান্ড সবই প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ৷ আমরা দ্বিতীয়বার মহাজনের কাছে অর্ডার দিলেও মিলছে না পতাকা ৷ স্বাধীনতার 75 বছরে রেকর্ড হারে বেড়েছে জাতীয় পতাকার বিক্রি ৷ তবে স্বাধীনতার পরের দিন ছবিটা কী হয়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন :75 ফুটের পতাকা তৈরি জিরাট স্কুলের, চলছে প্রস্তুতি

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details