রায়গঞ্জ, 30 জানুয়ারি : বিবি ও কন্যাসন্তানকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । নাম আকবর আলম । ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামের ঘটনা ।
রায়গঞ্জে বিবি-শিশুকন্যাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ - রায়গঞ্জে খুন
অভিযোগ, বুধবার রাতে অশান্তি চলাকালীন রাগের মাথায় প্রথমে খুন করে বিবি ও কন্যাসন্তানকে । তারপর তাদের মাটিতে পুঁতে দেয় ।
বছর দুয়েক আগে আকবরের সঙ্গে নুরজা খাতুনের নিকাহ হয় । দেড় মাস আগে নুরজা একটি কন্যাসন্তানের জন্ম দেন । স্থানীয় সূত্রে জানা গেছে , শওহর-বিবির মধ্যে প্রায়ই অশান্তি হত । বিবিকে মারধরও করত আকবর । বুধবার রাতে দু'জনের মধ্যে অশান্তি হয় । অভিযোগ , অশান্তি চলাকালীন রাগের মাথায় প্রথমে খুন করে বিবি ও কন্যাসন্তানকে । তারপর তাদের মাটিতে পুঁতে দেয় । মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্ত পলাতক ।
ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।